Suresh Raina on Twitter: মিগ-২১ ভেঙে পড়ে পাইলটের মৃত্যু, মর্মাহত রায়না
ফের ভেঙে পড়েছে ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১। পঞ্জাবের মোগার বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার, উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা অভিনব চৌধুরীর।
মেরঠ: যেন আমির খানের বিখ্যাত ও বিতর্কিত সিনেমা 'রং দে বসন্তী'র চিত্রনাট্য। বায়ুসেনার তরতাজা অফিসার। স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী। বাবাকে চাকরি ছেড়ে দিতে বলেছিলেন। যাতে করে তিনি বিশ্রাম নিতে পারেন। আর সংসার চালানোর দায়ভার থেকে শুরু করে বোনের পড়াশোনার খরচ, সবটাই তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। অথচ মিগ-২১ চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনব। উত্তরপ্রদেশের মেরঠে তাঁর বাড়ির এলাকায় শোকের ছায়া। কথা বলার অবস্থায় নেই অভিনবের বাবা। ছেলের একটি টি-শার্ট আঁকড়ে ধরে কেঁদে চলেছেন। বলছেন, 'আমার সন্তান সিংহের মতো সাহসী ছিল।'
ফের ভেঙে পড়েছে ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১। পঞ্জাবের মোগার বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ। বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন, রুটিনমাফিক প্রশিক্ষণ চালাচ্ছিল বিমানটি। সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার, উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা অভিনব চৌধুরীর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। মৃত স্কোয়াড্রন লিডারের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে।
কীভাবে ভেঙে পড়ল যুদ্ধবিমান, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে বায়ুসেনা। ট্যুইটারে জানানো হয়েছে সে কথা। বায়ুসেনার তরফে ট্যুইট করে বলা হয়েছে, ‘পঞ্জাবের পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ-এর বাইসন বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর। ভারতীয় বায়ুসেনা এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য জন্য শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছে।’ গোটা ঘটনার তদন্তের জন্য কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ মাসেও মিগ-২১ দুর্ঘটনার খবর মেলে।
অভিনবর মৃত্যুতে মর্মাহত উত্তরপ্রদেশের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। শুক্রবার তিনি ট্যুইটারে শোকবার্তা জানিয়েছেন। অভিনবর ছবি পোস্ট করে রায়না লিখেছেন, 'ওর পরিবারের কাছে অসহনীয় এক ক্ষতি। ওর আত্মার শান্তি কামনা করি। ওর পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।' প্রসঙ্গত, 'রং দে বসন্তী' সিনেমায় মিগ-২১ বিমানের অহরহ ভেঙে পাইলটদের প্রাণহানি ঘটা নিয়ে জোরাল প্রশ্ন তোলা হয়েছিল।