FA Cup 2023: ১২ সেকেন্ডে গোল করে ইতিহাস গুন্দোয়ানের, ম্যান ইউকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান সিটি
Manchester Derby: শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে। এফ এ কাপ ফাইনালে। যে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ম্যান সিটি।
ম্যাঞ্চেস্টার: এল ক্লাসিকোর চেয়ে গুরুত্বে আর প্রতিদ্বন্দ্বিতার আঁচে কোনও অংশে কম নয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) বনাম ম্যাঞ্চেস্টার সিটি (Man City)। ম্যাঞ্চেস্টার ডার্বি হিসাবে যা ফুটবল দুনিয়ায় বিখ্যাত। আর সেই ম্য়াচে ফের একবার শেষ হাসি হাসল ম্যান সিটি। যা সাম্প্রতিক সময়ে কার্যত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।
শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে। এফ এ কাপ ফাইনালে। যে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ম্যান সিটি। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে জোড়া গোল করে নায়ক ইলকায় গুন্দোয়ান।
ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আর কিক অফের পরেই নাটক। মাত্র ১২ সেকেন্ডের মধ্যে গোল করেন গুন্দোগান। জার্মান তারকা ইতিহাসে নাম তুললেন। এফ এ কাপের ফাইনালে এটাই দ্রুততম গোল। ভিক্টর লিন্ডেলফের ক্লিয়ারেন্স ধরে নিখুঁত ভলিতে ম্যান ইউ গোলকিপার স্তেফান ওর্তেগাকে হার মানান গুন্দোয়ান। সেই থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ম্যান সিটি।
চলতি মরসুমে দ্বিতীয় ট্রফি জিতল ম্যাঞ্চেস্টার সিটি। কয়েক দিন আগে প্রিমিয়ার লিগ জিতেছিল। এ বার এফএ কাপও চলে গেল ম্যান সিটির তাঁবুতে। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোল হারালেন পেপ গুয়ার্দিওলার দলের ছেলেরা। সিটির দু’টি গোলই করেন গুন্দোয়ান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একমাত্র গোল ব্রুনো ফের্নান্দেসের।
মাত্র ১২ সেকেন্ডের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে খেলতে শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গোল করার চেষ্টা চালাতে থাকে। কিন্তু সিটির রক্ষণ অটুট ছিল। তার মাঝেই আরও গোল করার সুযোগ চলে আসে সিটির কাছে। কিন্তু গোল হয়নি। ৩০ মিনিটের মাথায় ছন্দপতন হয় সিটি রক্ষণের। বক্সের মধ্যে জ্যাক গ্রিলিশ হ্যান্ডবল করেন। ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। যদিও সেই সিদ্ধান্ত ও ভার-এর প্রয়োগ নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় গুয়ার্দিওলাকে। গোল করে সমতা ফেরান ফের্নান্দেস। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যান সিটি। ৫১ মিনিটের মাথায় কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন গুন্দোয়ান। হ্যাটট্রিক করার সুযোগও ছিল জার্মানির এই ফুটবলারের। ৭০ মিনিটে তাঁর করা গোল অফসাইডে বাতিল হয়। খেলার একেবারে শেষ মুহূর্তে ম্যান ইউয়ের মার্কাস র্যাশফোর্ডের একটি হেড ক্রসবারে লেগে ফেরে। তবে আর গোল হয়নি। খালি হাতেই মাঠ ছাড়তে হল রেড ডেভিলদের।