(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022 Update: আমিরশাহিতে গ্যালারিতে ফিরছে দর্শক, কাল থেকেই মিলবে আইপিএলের টিকিট
IPL 2022 Update: করোনা আবহে গতবার আমিরশাহিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলেও এবার তা হচ্ছে না। দর্শকপূর্ণ গ্যালারির মাঝে ২২ গজে বিরাট, রোহিতরা খেলতে নামবেন।
আমিরশাহি: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। করোনা আবহে গতবার আমিরশাহিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলেও এবার তা হচ্ছে না। দর্শকপূর্ণ গ্যালারির মাঝে ২২ গজে বিরাট, রোহিতরা খেলতে নামবেন। আর তার জন্য কাল থেকেই টিকিট পাওয়া যাবে।
করোনার ধাক্কায় স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। টুর্নামেন্টের প্রথমার্ধ হয়েছিল ভারতে। তবে করোনার কারণে সেই সময়েও দর্শকাসনে দেখা যেত না দর্শকদের। এ বার কিন্তু বদলাতে চলেছে সেই ছবি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-এর বাকি পর্ব। প্রিয় দলের জন্য মাঠে বসে গলা ফাটাতে পারবেন দর্শকরা। কেউ চাইলে সংযুক্ত আরব আমির শাহিতে যেতেই পারেন এবং প্রিয় দলের জন্য গলা ফাটাতেই পারেন। সংযুক্ত আরব আমিরশাহি সরকারের তরফ থেক বলা হয়েছে যদি কারোর টিকা নেওয়া থাকে তাহলে তিনি মরুদেশে আসতেই পারেন। তবে সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা ভুক্ত হতে হবে। পর্যাপ্ত টিকা নেওয়া থাকলেই রবিবার থেকে আমিরশাহিতে ঢোকা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আমিরশাহি সরকার ইতিমধ্যেই জানিয়েছে দুটি টিকা নেওয়া থাকলে দর্শকরা মাঠেও ঢুকতে পারবেন। অর্থাৎ মাঠে বসে আইপিএল দেখার আর কোনও বাধা রইল না।
আইপিএলে নতুন দুটো দল আসতে চলেছে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। নতুন দল কেনার দৌড়ে এগিয়ে লখনউ ও আমদাবাদ। আইপিএলের আসন্ন মরসুমে আরও দুটো দল দেখা যাবে টুর্নামেন্টে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে নাম জমা দেওয়ার জন্য।
বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দল নেওয়ার ব্যাপারে দৌড়ে রয়েছে লখনউ ও আমদাবাদ। সেখানকার বিশ্বমানের স্টেডিয়ামের জন্যই দৌড়ে এগিয়ে রয়েছে এই দুটো স্টেডিয়াম। সূত্রের খবর, গোয়াঙ্কা গ্রুপ ও আদিত্য বিড়লা গ্রুপ লখনউয়ের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আদানি গ্রুপ আমদাবাদের দলের জন্য বিড নিতে চলেছে।
যদিও এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মরসুমে গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছিল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসছে না। অন্য কোনও শহর থেকে নতুন দল আসতে পারে।