Roy Krishna: প্রয়াত রয় কৃষ্ণর বাবা, শোকপ্রকাশ ফিজি ফুটবল সংস্থার
Roy Krishna's Father Passes Away: গত রবিবার ফিজির লাউটোকায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হন রয় কৃষ্ণর বাবা বাল কৃষ্ণ। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর প্রয়াণে শোকাহত ফিজির ফুটবল মহল।
কলকাতা: এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা ফুটবলার রয় কৃষ্ণর (Roy Krishna) বাবা প্রয়াত। ফিজি ফুটবল সংস্থার (Fiji Football Association) পক্ষ থেকে এই ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। ফিজি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট রাজেশ পটেল জানিয়েছেন, ‘ফিজি ফুটবল দলের অধিনায়ক রয় কৃষ্ণর বাবা বাল কৃষ্ণর প্রয়াণে আমরা সবাই শোকাহত। ফিজির ফুটবল মহলের সবাই বাল কৃষ্ণর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। আমি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করছি এবং প্রয়াত বাল কৃষ্ণর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তিকামনা করছি। তিনি সবসময় সন্তানদের স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার বিষয়ে উৎসাহ দিতেন। ’
রয় কৃষ্ণর বাবার বয়স হয়েছিল ৬৩ বছর। গত রবিবার তিনি বাড়িতেই ঘুমের মধ্যে প্রয়াত হয়েছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে রয় কৃষ্ণর ভাই-বোনরা ফেরার পর লাউটোকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ফিজিতে রয় কৃষ্ণ
এটিকে মোহনবাগান এএফসি কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার ব্লু স্টার ও বাংলাদেশের আবাহনী লিমিটেডের বিরুদ্ধে খেললেও, এই দু’টি ম্যাচে খেলেনি রয় কৃষ্ণ। তিনি সেই সময় ফিজিতে ছিলেন। বাবা প্রয়াত হওয়ার পর এবার এই স্ট্রাইকার কবে কলকাতায় ফিরবেন, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি।
এএফসি কাপের মূলপর্বে এটিকে মোহনবাগান
এএফসি কাপের মূলপর্বে সহজ গ্রুপেই পড়েছে সবুজ-মেরুন শিবির। গ্রুপ ডি-তে এটিকে মোহনবাগানের সঙ্গে আছে গোকুলম কেরল এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া এসআর। তিনটি দলই সবুজ-মেরুনের চেনা প্রতিপক্ষ। গোকুলম কেরল ও মাজিয়াকে এর আগে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এটিকে মোহনবাগান গ্রুপের সেরা হবে বলেই আশা সমর্থকদের। মে মাস থেকে শুরু হবে এএফসি কাপের গ্রুপ পর্যায়ের খেলা। সবুজ-মেরুন সমর্থকদের আশা, এএফসি কাপের মূলপর্বে খেলবেন রয় কৃষ্ণ। তিনি খেললে নিঃসন্দেহে দলের শক্তি বাড়বে। সেই কারণেই এএফসি কাপে তাঁকে দলে চাইছে সবুজ-মেরুন শিবির।