এক্সপ্লোর
রুদ্ধশ্বাস ম্যাচে ওয়ারিঙ্কাকে হারিয়ে ইতিহাসে ফেডেরার

মেলবোর্ন: গত ৪৩ বছরে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন রজার ফেডেরার। আজ পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বদেশীয় স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে আরও একটি নজির গড়লেন ১৭টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেডেরার। তিন ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ের শেষে তাঁর পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৩, ১-৬, ৪-৬, ৬-৩। ১৯৭৪ সালের ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন অস্ট্রেলিয়ার কেন রোজওয়েল। সেই সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর ৩১০ দিন। এরপর দ্বিতীয় বয়স্কতম হিসেবে গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন ফেডেরার। এই নিয়ে তিনি ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। হাঁটুর চোটের জন্য গত বছরের বেশিরভাগ সময়টাই ফেডেরারকে মাঠের বাইরে কাটাতে হয়েছিল। তিনি আর গ্র্যান্ডস্ল্যামে ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেক প্রাক্তন তারকাই। কিন্তু ফেডেরার দেখিয়ে দিলেন, তিনি ফিটনেস ফিরে পেয়েছেন। ফলে ১৮তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন দেখছেন এই সুইস তারকা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















