এক্সপ্লোর
যুবভারতীতে আদিলের শেষমুহুর্তের গোলে বাংলাদেশের বিরুদ্ধে মানরক্ষা ভারতের
বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বে প্রথম জয় হাসিলই লক্ষ্য ভারতের। এর আগে টুর্নামেন্টে ভালো পারফর্ম করলেও জয় পায়নি ভারত। এই টুর্নামেন্ট ২০২৩-এর এএফসি এশিয়া কাপের যোগ্যতা নির্নায়ক।

কলকাতা: ফুটবল বিশ্বকাপের এশিয় কোয়ালিফায়ারে গ্রুপ ই-র ম্যাচে আদিল খানের শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করল ভারত। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমার্ধের ৪২ মিনিটে সাদউদ্দিনের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ভারতের ডিফেন্সের ভুলে গোল পেয়ে যায় বাংলাদেশ। ফ্রি-কিক থেকে পেনাল্টি বক্সে উড়ে আসা বলের ফ্লাইট বুঝতে পারলেন না গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। সেই সুযোগে সাদউদ্দিনের হেড গোলে ঢুকে যায়। টুর্নামেন্টে আগের ম্যাচেই এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল ভারত। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ভারত। আনাস এডাথোডিকার শট মহম্মদ ইব্রাহিম গোললাইন থেকে ফিরিয়ে দেন। খেলার একেবারে শেষ মুহুর্তে ব্র্যান্ডন ফার্নান্ডেজের কর্নার বাংলাদেশের পেনাল্টি বক্সে এসে পড়ে। ভারতীয় দলের ডিফেন্ডার আদিল খান হেড করে সেই বল বাংলাদেশের জালে জড়িয়ে দিতে ভুল করেননি। বাংলাদেশও গোলের সুযোগ পেয়েছিল। মহম্মদ ইব্রাহিমের শট ক্রসবারে লাগে এবং আদিল একবার বল গোললাইন থেকে ফিরিয়ে দেন। বাংলাদেশের বিরুদ্ধে ড্র করায় তিনটি ম্যাচ থেকে ভারতের সংগ্রহ দুই পয়েন্ট। প্রথম ম্যাচে ভারত ওমানের কাছে হেরে গিয়েছিল। বাংলাদেশ তাদের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে আফগানিস্তান ও কাতারের কাছে হেরে গিয়েছিল। এদিন প্রথম পয়েন্ট পেল তারা। পাঁচ দলের গ্রুপে তারা শেষ জায়গায় রয়েছে। চোট ও সাসপেনশনের জন্য এদিনের ম্যাচে খেলতে পারেননি ভারতের ডিফেন্সের স্তম্ভ সন্দেশ ঝিংগান ও মিডফিল্ডার রোউলিন বোর্জেস। খেলার পাঁচ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রী। আশিক কুরুনিয়ানের পাস থেকে সুনীলের ভলি সোজাসুজি বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলামের হাতে চলে যায়। ম্যাচে অধিকাংশ সময় বলের দখল ভারতের কাছেই ছিল। বাংলাদেশের জমাট ডিফেন্সের জন্য গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল। ফিফা ক্রমতালিকায় ইগোর স্টিম্যাকের দল রয়েছে ১০৪ নম্বরে। অন্যদিকে, প্রতিবেশী ভারতের থেকে ৮৩ ধাপ পিছিয়ে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















