এক্সপ্লোর
Advertisement
ভারতে নির্দিষ্ট সময়ে হবে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ? পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, জানাল ফিফা
২ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ চলার কথা।
নয়াদিল্লি: আর কয়েকমাস পরেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ। কিন্তু করোনা ভাইরাসের জেরে নির্দিষ্ট সূচি মেনেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কি না, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আজ ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য কোনও উপায়ের কথা ভাবা হচ্ছে। তবে বিশ্বকাপ স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে না বলেই জানিয়েছে ফিফা। আপাতত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
২ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ চলার কথা। কলকাতা, নভি মুম্বই, আমদাবাদ, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে হবে এই প্রতিযোগিতা। কিন্তু করোনা সংক্রমণের জেরে টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে যাওয়ায় অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ ঠিক সময়ে হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
তবে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ‘ভারতে করোনা ভাইরাস পরিস্থিতির উপর নজর রাখছে ফিফা। লোকাল অর্রাগানাইজিং কমিটি, এআইএফএফ, ক্রীড়ামন্ত্রক সহ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জনস্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে ফিফা ও লোকাল অর্গানাইজিং কমিটি ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখছে। অন্য কোনও উপায় বের করা যায় কি না, সেটাও ভাবা হচ্ছে।’
এই প্রতিযোগিতায় যোগ দেবে ১৬টি দল। আয়োজক দেশ হিসেবে ভারত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। বাকি দেশগুলির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি নিয়ে ফিফা জানিয়েছে, বিকল্প দিনের বিষয়ে সবপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement