AIFF Ban: অবশেষে শাপমোচন, উঠল ফিফার নির্বাসন, মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপেও রইল না বাধা
FIFA: অবশেষে শাপমুক্ত হল ভারতীয় ফুটবল। ভারতের ওপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা।
নয়াদিল্লি: অবশেষে শাপমুক্ত হল ভারতীয় ফুটবল (Indian Football)। ভারতের ওপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা (FIFA)। আগামী অক্টোবর মাসে ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনেও আর রইল না বাধা।
ফিফার তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতকে নির্বাসন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হল। জানানো হয়েছে, প্রশাসকদের কমিটি বাতিল হওয়ায় এবং ভারতীয় ফুটবলের কর্তৃত্ব ফের সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে আসায় নির্বাসন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে, ফিফা ও এশীয় ফুটবল সংস্থা (AFC) ভারতীয় ফুটবলের ওপর নজর রাখবে। সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও সবরকম সাহায্য করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ১১-৩০ অক্টোবর ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনেও আর রইল না বাধা।
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি (সিওএ) সরে যেতেই ফিফার কাছে ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি লিখে এই আর্জি জানিয়েছিলেন এআইএফএফ-এর কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর (Sunanda Dhar)।
ফিফার সচিব ফাতমা সামৌরাকে লেখা চিঠিতে সুনন্দ লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। প্রশাসক কমিটিকে সরিয়ে দিয়ে ভারতীয় ফুটবলের কার্যভার এআইএফএফ-এর হাতেই তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে খুব তাড়াতাড়ি নির্বাচন করা হবে।’
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত ১৫ অগাস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করে ফিফা। এ বছর ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। নির্বাসনের মেলে ফিফার তরফে বলা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। নির্বাসন না উঠলে ভারতে হবে না বিশ্বকাপ। জাতীয় দল কোনও ম্যাচ, টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এমনকী ভারতীয় ক্লাবগুলিও ফিফা এবং এএফসির প্রতিযোগিতায় খেলতে পারবে না। গোকুলম কেরালা এফসি মহিলা দল এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে যোগ্য়তা অর্জন করেছিল । উজবেকিস্তানে পৌঁছলেও নির্বাসনের কারণে না খেলেই ফিরতে হয়েছে গোকুলমকে। সামনে এএফসি কাপে এটিকে মোহনবাগানেরও ম্যাচ রয়েছে । ফিফার নির্বাসন না উঠে যাওয়ায় এটিকে মোহনবাগানের খেলা নিয়ে আর সমস্যা রইল না। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম ফিফার নির্বাসনে সর্বভারতীয় ফুটবল সংস্থা ।