(Source: ECI/ABP News/ABP Majha)
FIFA WC 2022 Final: বিশ্বকাপ ফাইনাল হেরে খেলোয়াড়দের শারীরিক অসুস্থতাকেই দায়ী করলেন ফ্রান্স কোচ দেশঁ
France Football Team: বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ফ্রান্স দলের একাধিক খেলোয়াড় এক ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
দোহা: বিশ্বকাপ ফাইনালে (FIFA WC 2022 Final) আর্জেন্তিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও শেষমেশ পেনাল্টিতে পরাজিতই হতে হয় ফ্রান্সকে (France Football Team)। বিশ্বকাপে পরাজিত হওয়ার পর দলের খেলোয়াড়দের শারীরিক অসুস্থতারই দোহাই দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তাঁর দাবি ফাইনালে ফরাসি খেলোয়াড়দের শারীরিক অসুস্থতার প্রভাব তাঁদের মানসিক পরিস্থিতির ওপরও পড়ে।
অসুস্থতার দোহাই
বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ফ্রান্স দলের একাধিক খেলোয়াড় এক ভাইরাসে আক্রান্ত হন। তিন জন খেলোয়াড় তো সেমিফাইনালে খেলতেই পারেননি। ফাইনালের আগেও আরও দুইজন একই ভাইরাসে আক্রান্ত হন। এই বিষয়েই ইঙ্গিত করে দেশঁ বলেন, 'গোটা দলই বেশ কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। হয়তো তা খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিকভাবে প্রভাব ফেলেছে। তবে সত্যি বলতে যে ১১জন খেলোয়াড় ম্যাচ শুরু করেছিল, তাদের ফিটনেস নিয়ে আমার কোনও সন্দেহ ছিল না। তারা সকলেই ১০০ শতাংশ ফিট ছিলেন। আমাদের হাতে ফাইনালের প্রস্তুতির জন্য মাত্র চারদিন সময় ছিল। তাই হয়তো খেলোয়াড়রা সামান্য ক্লান্তও ছিল। আমি অজুহাত দিচ্ছি না। তবে গত ম্যাচগুলির মতো সমান উদ্যমে আমরা এই ম্যাচ খেলতে পারিনি। ম্যাচের প্রথম ঘণ্টায় তো খেলতেই পারিনি।'
রেফারির সঙ্গে কথোপকথন
ম্যাচের পর রেফারি সাইমন মার্সিনিয়াকের কিছু সিদ্ধান্ত নিয়েও হতাশা প্রকাশ করে তাঁর সঙ্গে তিনি কথা বলেন বলে জানান দেশঁ। তবে তিনি ঠিক কী বলেছেন, তা জানাতে চাননি দেশঁ। 'আমায় ভেবেচিন্তে কথা বলতে হবে। তবে আমি যা দেখেছি, আপনারও সেটা দেখতে পেয়েছেন। এই ম্যাচের আগে আর্জেন্তিনার ভাগ্য কিন্তু ওদের কিছুটা সহায়তাই করেছিল। তবে এতে ওদের কৃতিত্ব কম হয় না। কোনও ভুল সিদ্ধান্তের ফলে লাভবান হয়ে ওরা বিশ্বজয়ী হয়নি। যোগ্য দল হিসাবেই বিশ্বকাপ জিতেছে। আমি রেফারির সঙ্গে কথা বলি বটে, তবে ঠিক কী কথা বলেছিলাম, সেই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না।' বলেন দেশঁ।
বেঞ্জেমার অবসর
কাতার বিশ্বকাপ (FIFA WC 2022) শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। ফাইনালে তাঁর খেলার জল্পনা থাকলেও, তিনি ফেরেননি। এবার বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন বেঞ্জেমা। আজই আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড।
৩৫-র বেঞ্জেমা ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৭টি। তবে এখানেই লাঁ ব্লাঁর গয়ে তাঁর সফর শেষ। ,সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে বেঞ্জেমা লেখেন, 'আমি আজ যেখানে পৌঁছেছি, সেখানে পৌঁছতে গিয়ে আমি প্রচুর খাটা খাটনি করেছি এবং আমার দ্বার অনেক ভুলও হয়েছে। সবটার জন্যই আমি গর্বিত। আমি নিজেই নিজের গল্প লিখেছি। তবে আজ এখানেই সেই গল্প সমাপ্ত হল।'
আরও পড়ুন: 'দিয়েগো নিশ্চয়ই হাসছে', মেসির বিশ্বজয়ে আবেগতাড়িত ব্রাজিল কিংবদন্তি পেলেও