FIFA WC 2022: মেসির খেলায় উদ্বুদ্ধ দল, আর্জেন্তিনার বিশ্বজয়ের পূর্বাভাস পাচ্ছেন বাতিস্তুতা
Lionel Messi: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে বাতিস্তুতার সর্বাধিক গোল করার রেকর্ড ভাঙেন মেসি। বর্তমানে মেসির দখলে বিশ্বকাপে মোট ১১টি গোল করার কৃতিত্ব রয়েছে।
দোহা: চলতি বিশ্বকাপে অনবদ্য ফর্মে রয়েছেন আর্জেন্তিনা (Argentina Football Team) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। পাঁচটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই গ্যাব্রিয়েল বাতিস্তুতার (Gabriel Batistuta) এক সর্বকালীন রেকর্ড নিজের নামে করেছেন মেসি। ফাইনালে আরও রেকর্ড ভাঙার হাতছানি 'এলএম১০'-র সামনে। তবে মেসি তাঁর রেকর্ড ভাঙায় কিন্তু খুশিই হয়েছেন বাতিস্তুতা।
বাতিস্তুতা তিন বিশ্বকাপ খেলে লা আলবিসেলেস্তের হয়ে সর্বাধিক ১০টি গোল করেছিলেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে বাতিস্তুতার সেই রেকর্ড ভেঙে দেন মেসি। বর্তমানে তাঁর দখলে বিশ্বকাপে মোট ১১টি গোল করার কৃতিত্ব রয়েছে। মেসির মতো একজন ফুটবলার তাঁর রেকর্ড ভেঙেছেন বলে বাতিস্তুতা বরং উচ্ছ্বাসই প্রকাশ করেছেন। চলতি বিশ্বকাপে মেসি তাঁর প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন বলেই জানান বাতিস্তুতা।
মেসিই যোগ্য
প্রাক্তন আর্জেন্তাইন ফরোয়ার্ড বলেন, '(মেসি রেকর্ড ভাঙায়) আমার একটুও খারাপ লাগেনি। আমার দখলে এই রেকর্ডটি থাকায় আমি খুশিই ছিলাম। তবে সত্যি বলতে যোগ্য খেলোয়াড় হিসাবেই লিও এই রেকর্ডের মালিক হয়েছে। মেসি এলিয়ান নয়, ও কেবল এমন একজন ফুটবলার যে বাকি সকলের থেকে ফুটবলটা বেশি ভাল খেলতে পারে। এমন এক যদি আপনার রেকর্ড ভাঙে, তাহলে তাতে তো হতাশ হওয়ার কিছুই নেই। ওর খেলা দেখতে পাওয়াটাই দারুণ ভাগ্যের বিষয় এবং সেটা উপভোগ করা উচিত।'
ইতিবাচক আবহাওয়া
রবিবার ফ্রান্সের বিরুদ্ধে লুসেইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলতে নামবেন মেসিরা। বাতিস্তুতার মতে মেসির মধ্যে বিশ্বকাপ জয়ের বাড়তি খিদে দেখা যাচ্ছে যার প্রভাব দলের খেলাতেও পড়ছে। বাতিস্তুতা বলেন, 'ওর খেলা দেখে ওর বয়স বোঝা দায়। ২০ বছরের ফুটবলারের মতো ফুটবল খেলছে ও। বিশ্বকাপ জয়ের জন্য ও মরিয়া হয়েই মাঠে নেমেছে। এটাই তো প্রয়োজন। ওর খেলা দেখে গোটা দলও উদ্বুদ্ধ হচ্ছে। আর্জেন্তিনার বিশ্বজয়ের জন্য রাস্তা একেবারে তৈরি। দলের পক্ষে একটা ইতিবাচক আবহাওয়া রয়েছে বলে আমার মনে হয়।'
প্রথম অধিনায়ক হিসাবে একাধিক বিশ্বকাপ জিততে পারেন লরিস। অপরদিকে, ভিট্টোরিও পোজোর পর মাত্র দ্বিতীয় কোচ হিসাবে পরপর দুই বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দিদিয়ের দেশঁর (Didier Deschamps) সামনেও। সেই ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফরাসি কোচ দেশঁ।
ফরাসিরাও আর্জেন্তিনার পক্ষে!
বিশ্বজয়ী দেশঁ সাংবাদিক সম্মলনে দাবি করেন শুধু আর্জেন্তাইনরা নয়, বহু ফরাসি মানুষও আর্জেন্তিনার হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তিনি বলেন, 'আর্জেন্তাইনরা তো বটেই, অনেক ফরাসিরাও চাইছেন যেন আর্জেন্তিনা বিশ্বকাপ জেতে। তবে তা যাতে না হয়, সেজন্য আমরা নিজেদের সর্বস্বটা উজাড় করে দেব।' তিনি আরও বলেন, 'মাঠে যে আর্জেন্তিনার সমর্থকরাই বেশি সংখ্যায় থাকবেন, সেই বিষয়ে আমরা অবগত। আর্জেন্তাইনরা খুব উৎসাহের সঙ্গে নিজেদের দলকে সমর্থন করে। বিশ্বকাপের ফাইনালে এক দারুণ পরিবেশ তৈরি হবে, যা ফাইনালের উপযোগী। তবে আমাদের প্রতিপক্ষরা কিন্তু গ্যালারিতে নয়, মাঠে নামবেন। তাদের নিয়েই আমরা বেশি চিন্তিত।'
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের পরেই অবসর নিতে চলেছেন দি মারিয়া?