ABP Exclusive: কেক-চকোলেটেও কমলার ছোঁয়া, নেদারল্যান্ডসে ফুটবল উন্মাদনায় মুগ্ধ বঙ্গকন্যা
Netherlands vs Argentina: কাতার বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। ফুটবল জ্বরে কাবু গোটা দেশ। যে উন্মাদনার আঁচ পাচ্ছেন বঙ্গকন্যা মনামীও।
সন্দীপ সরকার, কলকাতা: বাড়ি হুগলির ভদ্রেশ্বরে। কিন্তু গত প্রায় ৬ বছর ধরে ডাচ-ভূমের বাসিন্দা। স্বামী কর্মসূত্রে থাকেন নেদারল্যান্ডসে (Netherlands)। বঙ্গকন্যা মনামী দাসেরও তাই বর্তমান ঠিকানা য়ুহান ক্রুয়েফ-ডেনিস বার্গক্যাম্প-রবিন ফান পার্সিদের দেশে।
কাতার বিশ্বকাপের (Fifa World Cup) শেষ আটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। ফুটবল জ্বরে কাবু গোটা দেশ। যে উন্মাদনার আঁচ পাচ্ছেন মনামীও। নেদারল্যান্ডস থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে বলছিলেন, 'আমি থাকি আমস্টালফিনে। বাড়ির সামনেই নেদারল্যান্ডসের পতাকা। বিশ্বকাপের উন্মাদনা ভাল মতোই টের পাওয়া যাচ্ছে। আর রাজধানী আমস্টারডাম তো রীতিমতো বিশ্বকাপ জ্বরে কাবু।'
কীরকম?
মনামী বলছেন, 'আমস্টারডাম সেন্ট্রালে সর্বত্র নেদারল্যান্ডসের জাতীয় পতাকা। ভার্জিল ফান ডাইক, মেম্ফিস দেপাই, কোডি গ্যাকপোদের জার্সি বিক্রি হচ্ছে। দোকানপাট, সুপারমার্কেট, সর্বত্র কমলার ছোঁয়া। যেহেতু নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দল কমলা জার্সি পরে মাঠে নামে। সবচেয়ে বড় কথা, খাবার-দাবারেও কমলার ছোঁয়া। কমলা রংয়ের কেক, পেস্ট্রি, চকোলেট মায় চিজও বিক্রি হচ্ছে। ফুটবলের আদলে কেক বিক্রি হচ্ছে। চাহিদাও রয়েছে বেশ। বাচ্চারা কমলা জার্সি পরে রাস্তায় খেলছে। নাচ-গান চলছে। একটা উৎসবের পরিবেশ গোটা দেশ জুড়ে।'
শুক্রবার ভারতীয় সময় মাঝরাত পেরলেই বিশ্বকাপের মহারণ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস নামছে আর্জেন্তিনার বিরুদ্ধে। ২০১৪ সালে লিওনেল মেসিদের কাছে সেমিফাইনালে টাইব্রেকারে হারতে হয়েছিল নেদারল্যান্ডসকে। ডাচ কোচ লুইস ফান হাল এবার ম্যাচের আগেই ঘোষণা করে দিয়েছেন যে, ৮ বছর আগের তিক্ত স্মৃতি ভুলতে চান। ডাচরা এই ম্যাচ নিয়ে কতটা উত্তেজিত?
মনামী বলছেন, 'এখানে সকলে ফুটবল অন্ত প্রাণ। ডাচরা বিশ্বাস করতে শুরু করেছে যে, এই দল বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচের আগে সবাই উত্তেজনায় ফুটছে। আমস্টারডাম সেন্ট্রালে সমস্ত বার, পাব, রেস্তোরাঁয় জায়ান্ট স্ক্রিনে কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।'
য়ুহান ক্রুয়েফদের টোটাল ফুটবল গোটা বিশ্বের মন জয় করলেও ট্রফি জিততে পারেনি। দেপাই-গ্যাকপোরা কি সেই আক্ষেপ দূর করতে পারবেন? অপেক্ষায় ডাচরা।
আরও পড়ুন: ২০১৪ বিশ্বকাপের পরাজয় ভুলতে চান, মেসিদের হুঁশিয়ারি নেদারল্যান্ডসের কোচের