Kylian Mbappé: ভাইকে কথা দিয়েছিলেন, গোল করে বিশেষ কায়দায় উৎসব করেন এমবাপে
France Football Team: বাড়িতে নিজের থেকে ৭ বছরের ছোট ভাই ইথান এমবাপের সঙ্গে ফিফা গেমস খেলার সময় হেরে যান এমবাপে। তখন তাঁর ভাই প্রথম এই কায়দায় সেলিব্রেট করেন।
দোহা: ছোটবেলা নিনজা টার্টল দেখেছিলেন? অনেকেই দেখেছেন। আবার অনেকে দেখেননি।
কেভিন ইস্টম্যান আর পিটার লেয়ার্ডের সৃষ্টি নিনজা টার্টল। একটা মানুষরূপী কচ্ছপ কীভাবে একের পর এক সমস্যার সমাধান করছে। কখনও বুদ্ধি দিয়ে, কখনও গতি দিয়ে। অনেকে বলেন "গল্প হলেও সত্যি"। নিনজা টার্টলের ধরনটাও অনেকটা কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) মতো। গতিশীল। তীক্ষ্ণ। আর কার্যকরী। এবং অবশ্যই বিশ্বকাপের ওয়ান্ডার বয়। কিন্তু গোলের পর একটা ইউনিক স্টাইলে এমবাপে সেলিব্রেট করেন। কিন্তু কেন?
একটার পর একটা রেকর্ড। আর গোল হলেই! দৌড়ে কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে পা মেলে একটু দাঁড়িয়ে দুই হাত দুই বিপরীত বগলে দিয়ে বুড়ো আঙ্গুল বার করে রাখা। আর মুখে স্মিত হাসি। গোল করার পর হাততালি দেওয়া ঐ হাত দুই বগলের নীচে রেখে থামস আপ দেখানো আর মুখে হাসির পিছনে রহস্য কি জানেন? ভিডিও গেমস।
বাড়িতে নিজের থেকে ৭ বছরের ছোট ভাই ইথান এমবাপের সঙ্গে ফিফা খেলার সময় হেরে যান এমবাপে। তখন তাঁর ভাই প্রথম ওরকম সেলিব্রেট করেন। সেই থেকে এমবাপে ভাইকে কথা দেন যে, তিনিও গোল করে এমন করবেন। আর তার কয়েকদিন পর এই সিগনেচার স্টেপ সেলিব্রেশন প্রথম দেখা গেল এমবাপের তৎকালীন ক্লাব মোনাকোর হয়ে গোল করার পর। যা রাশিয়া বিশ্বকাপ থেকে কাতার, সারা বিশ্ব দেখছে আর উপভোগ করছে। এমনই স্বীকারোক্তি করেছিলেন এমবাপে। ইথান এমবাপে পিএসজি দলের মিডফিল্ডার। অনূর্ধ্ব ১২ দলের হয়ে গোল আছে ইথানের। খেলতেন স্ট্রাইকার হিসেবে।
কিলিয়ান এমবাপে। পল পোগবা, এনগোলো কঁতে, আঁতোয়াঁ গ্রিজম্যানদের মাঝে নিজেকে মেলে ধরে রাশিয়া বিশ্বকাপে একের পর এক ম্যাচে নিজের প্রতিভা দেখিয়েছেন। এমনকী, লিওনেল মেসির বর্তমান পিএসজির এই সতীর্থ সেই বিশ্বকাপে গতিতে তাক লাগিয়েছিলেন । তীব্র গতিতে দৌড়ে বিপক্ষের বক্সে ঢুকে এরকম গোল দিয়েগো মারাদোনা ও মেসি ছাড়া আর কাউকে সচরাচর করতে দেখা যায় না।
এই বিশ্বকাপে ফ্রান্স মাঠে নামার আগেই একের পর এক ধাক্কা। কখনও পোগবা, কখনও কঁতে, কখনও করিম বেঞ্জেমা, এক ঝাঁক তারকা চোটের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এমবাপে সেই অভাব টের পেতেই দেননি। কাতারে গ্রুপ আর নক আউটের ম্যাচে গোল করেছেন এমবাপে। মেসি-রোনাল্ডো পরবর্তী যুগের তারকা হিসেবে ইতিমধ্যে উঠে এসেছেন এমবাপে। এবার দেখার যে, এমবাপে যুগ শুরু হয়, নাকি এই লড়াইয়ে জামাল মুসিয়ালার মতো আরও কেউ উঠে আসেন।
আরও পড়ুন: আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন নেমার? কী বলছেন ব্রাজিলের কোচ?