এক্সপ্লোর
মিশরকে ৩-১ গোলে হারিয়ে কার্যত বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে রাশিয়া

সেন্ট পিটার্সবার্গ: ১৫ মিনিটের মধ্যে তিন গোল। সেন্ট পিটার্সবার্গে মিশরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে কার্যত বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আয়োজক দেশ রাশিয়া। মহম্মদ সালাহ মাঠে ফিরেও ভাগ্য বদলাতে পারলেন না মিশরের। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কোচ স্তানিস্লাভ চের্চেশভ বলে দিয়েছিলেন তাঁর দলে রোনাল্ডো , মেসি , নেইমারের মতো বড় তারকা না থাকতে পারে কিন্তু যা আছে সেটা দলগত প্রচেষ্টা আর প্রবল ইচ্ছাশক্তি। ঘরের মাঠে আয়োজক দেশ রাশিয়া কিন্ত এবারের বিশ্বকাপে অনেক দূর যেতেই পারে ফের প্রমাণ হল মিশরের বিরুদ্ধে ম্যাচে। প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ৫ গোলের পর এবার ৩ গোল। দুই ম্যাচে রাশিয়ানরা করে ফেলল মোট ৮ গোল। খেলার ৪৭ মিনিটের মাথায় মিশর রক্ষণের ভুলে সেমসাইড গোলে এগিয়ে যায় আয়োজকরা। এর ১২ মিনিটের মধ্যে চেরিশেভের গোলে খেলার ফল হয়ে যায় ২-০। খেলার ৬২ মিনিটে ফের গোল। জিউবা এবার খেলার ফল ৩-০ করে দেন রাশিয়ার পক্ষে। মহম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও খেলার ফল ৩-১ ই রয়ে যায় । দুটি ম্যাচ জিতে কার্যত শেষ ১৬-র টিকিট হাতে পেয়ে গেল এবারের বিশ্বকাপের আয়োজক দেশ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















