Fifa World Cup: মেসি না এমবাপে, সমসংখ্যক গোল করলে কে পাবেন গোল্ডেন বুট?
Qatar World Cup: আর্জেন্তিনার লিওনেল মেসি বনাম ফ্রান্সের কিলিয়ান এমবাপে। ২ তারকা ফুটবলারের দিকে নজর থাকবে আগামী রবিবার। কে হাসবেন শেষ হাসি? কার দখলে যাবে বিশ্বকাপ ট্রফি?
দোহা: কাতার বিশ্বকাপ একেবারে শেষ লগ্নে চলে এসেছে। আগামীকাল তৃতীয় স্থান অর্জনকারী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া ও মরক্কো। অন্যদিকে আগামী রবিবার ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে নামছে ফ্রান্স। সেই ম্যাচে নজর থাকবে ২ দেশের ২ তারকা ফুটবলারের দিকে। মেসি না এমবাপে। কে হাসবেন শেষ হাসি? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
২ ফুটবলারই এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়ার অন্য়তম দাবিদার। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২ জনই পাঁচটি করে গোল করেছেন। ফাইনালে যদি কোনও প্লেয়ারই গোল করতে না পারেন, তবে কীভাবে গোল্ডেন বুট দেওয়া হবে? সেক্ষেত্রে পেনাল্টি থেকে যে বেশি গোল করেছেন, তাঁকেই গোল্ডেন বুট দেওয়া হবে। এখনও পর্যন্ত মেসি ৩টি গোল করেছেন পেনাল্টি থেকে। সেখানে এমবাপের পাঁচটি গোলের একটিও পেনাল্টি থেকে নয়। সেক্ষেত্রে মেসিই এগিয়ে এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি আউটফিল্ড গোল ও পেনাল্টি দুটোতেই সমান থাকেন দু জন। তবে অ্যাসিস্ট কার বেশি, সেই নিরিখে গোল্ডেন বুটের বিজয়ী বেছে নেওয়া হবে। অবশ্য ২ ফুটবলারই চাইবেন ফাইনালে গোল করে সংখ্যাটা বাড়িয়ে নিতে।
বেঞ্জেমা কি ফাইনালে খেলবেন?
বিশ্বকাপে একটি ম্যাচও খেলতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে একাদশে ঢুকে পড়তে পারেন করিম বেঞ্জেমা। স্কোয়াডের অন্তর্ভূক্তই রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এমনকী মাদ্রিদে অনুশীলনও করেছেন তিনি।
ব্যালঁ ডি অর জয়ের পরই বেঞ্জেমা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। যদিও তাঁর পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি ফরাসি শিবির। ২৫ সদস্যের স্কোয়াড নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালেও পৌঁছে যায় তারা।
কী বলছেন দেশঁ?
বেঞ্জেমা কি একাদশে খেলবেন? সেই ইস্যুতে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেন, ''আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। পরের প্রশ্ন করুন।'' উল্লেখ্য, রাশিয়ায় ফ্রান্স বিশ্বকাপ জিতলেও সেই দলের সদস্য ছিলেন না বেঞ্জেমা। দেশঁর সঙ্গে মনোমালিন্য ছিল তাঁর। যদিও কাতার আসার আগে তা মিটিয়ে নিয়েছিলেন বলে জানা গিয়েছিল। এমনকী দুর্দান্ত ফর্মেও ছিলেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। কিন্তু কাতারে বাধা হয়ে দাঁড়ায় চোট। কিন্তু ফাইনালের আগে তিনি সুস্থ। তবে কি মাঠে রবিবার দেখতে পাওয়া যাবে করিম বেঞ্জেমাকে? উত্তর পাওয়া যাবে সময় মতই।