এক্সপ্লোর
ভিন্স, স্টোনম্যানের অর্ধশতরান, অ্যাশেজের প্রথম দিনের শেষে ইংল্যান্ড ১৯৬/৪

ছবি সৌজন্যে ট্যুইটার
ব্রিসবেন: গাব্বায় এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে জেমস ভিন্স ও মার্ক স্টোনম্যানের অর্ধশতরানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলল ইংল্যান্ড। স্টোনম্যান করেন ৫৩ রান। ভিন্স নিশ্চিত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৮৩ রানের মাথায় রান আউট হয়ে যান তিনি। দিনের শেষে ক্রিজে দাবিদ মালান (২৮) ও মইন আলি (১৩)। আজ তৃতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে পিটার হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ক্লার্ক (২)। এরপর দলের হাল ধরেন স্টোনম্যান ও ভিন্স। তাঁদের জুটিতে যোগ হয় ১২৫ রান। সেই সময় মনে হচ্ছিল, ইংল্যান্ড বড় রানের দিকে এগিয়ে চলেছে। কিন্তু স্টোনম্যান ও ভিন্স আউট হয়ে যাওয়ার পর জো রুটও (১৫) দ্রুত ফিরে যান। রুট ও স্টোনম্যানকে আউট করেন প্যাট কামিন্স। ১৯৮৮ সালের পর থেকে গাব্বায় টেস্টে অপরাজিত অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজের শুরুটাও তারা যেভাবে করল, তাতে ইংল্যান্ডের কাজ কঠিন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















