Hockey World Cup 2023: হাড্ডাহাড্ডি লড়েও জয় এল না, ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত
IND vs ENG: ড্র করায় গ্রুপ ডি-র শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করল ভারত। আপাতত গোলপার্থক্যের সৌজন্যে ইংল্যান্ডই গ্রুপ শীর্ষে রইল।
রাউরকেল্লা: স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে হকি বিশ্বকাপের (Hockey World Cup 2023) অভিযান শুরু করেছিল ভারতীয় দল (Indian Hockey Team)। আশা ছিল ইংল্যান্ডকে (India vs England) হারিয়ে গ্রুপ ডি-র শীর্ষে পৌঁছবে টিম ইন্ডিয়া। তবে সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হলেন হরমনপ্রীতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। এই ড্রয়ের ফলে ভারতের সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পথ আরও কঠিন হল।
ম্যাচের শুরুটা দুই দলই তুলনামূলক মন্থরভাবে করে। প্রথম কোয়ার্টারে কোনও দলই গোলের বড় সুযোগ তৈরি করতে পারেনি। তবে ম্যাচ যত এগোয়, ততই আক্রমণের ঝাঁঝ বাড়ে। তাতেও অবশ্য লাভের লাভ কিছু হয়নি। বল দখলের লড়াইয়ে এদিন ইংল্যান্ড কিছুটা এগিয়েই ছিল বটে। অপরদিকে, গ্রাহাম রিডের ভারতীয় দল প্রতিআক্রমণে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করার পথ খুঁজছিল। তবে দুই দলেরই জমাট রক্ষণের বিরুদ্ধে দলের স্ট্রাইকাররা বারংবার আটকে যান।
সুরিন্দরের গোললাইন সেভ
ভারতের হয়ে হার্দিক সিংহ গত ম্যাচের মতোই কয়েকটি দুরন্ত রান নিয়ে গোলের সুযোগ তৈরি করেন বটে। তবে গোল করতে পারেননি তিনি। বরং চতুর্থ কোয়ার্টারে ম্যাচ শেষের ১৯ সেকেন্ড আগে ইংল্যান্ডই গোলের সবথেকে বড় সুযোগ পায়। ইংল্যান্ডের পেনাল্টি কর্নার থেকে গোলমুখী শট দারুণভাবে রুখে দেন সুরিন্দর কুমার। তাঁর গোললাইন সেভের দৌলতেই ম্যাচ ০-০ ড্র হয়। গ্রুপের দুই ম্যাচ পরেও ভারতীয় দল আপাতত দ্বিতীয় স্থানেই রইল। ভারত ও ইংল্যান্ডের দখলে সমসংখ্যক পয়েন্ট থাকলেও, ভারতের থেকে গোলপার্থক্যে (তিন গোল) এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রইল ইংল্যান্ড। কয়েকটি দুরন্ত সেভ করে ম্যাচ সেরা হলেন ইংল্যান্ডের গোলরক্ষক অলিভার পেইন।
প্রয়োজন বড় জয়
প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দলই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছবে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলকে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই শেষ আটে পৌঁছতে হবে। এই ড্রয়ের ফলে যে হরমনপ্রীতদের চাপ বাড়ল, তা বলাই বাহুল্য। গ্রুপের শীর্ষস্থান দখলের উদ্দেশে ১৯ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচ ওয়েলশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গ্রুপ শীর্ষে থাকতে হলে সেই ম্যাচে ভারতের বড় ব্যবধানে জয় আবশ্যক। অবশ্য ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে ম্যাচ জিততে ব্যর্থ হলেও কিন্তু গ্রুপ শীর্ষে থেকে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে পারে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে অব্যাহত দাপট, শতরানে সচিনকে পিছনে ফেললেন বিরাট