![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hockey WC, IND vs WAL: হকি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েলশকে ৪-২ গোলে হারাল ভারত
Hockey World Cup: স্নায়ুর চাপ সামলে ওয়েলশকে ৪-২ গোলে হারিয়ে দিল ভারত। বিশ্বকাপের নক আউটে ওঠার সম্ভাবনাও জিইয়ে রাখল।
![Hockey WC, IND vs WAL: হকি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েলশকে ৪-২ গোলে হারাল ভারত FIH Men's Hockey World Cup 2023: India won 4-2 against Wales India will play cross overs match against New Zealand Hockey WC, IND vs WAL: হকি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েলশকে ৪-২ গোলে হারাল ভারত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/19/cd86a19f62a791bf31710f87dadb4265167414442967550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভুবনেশ্বর: বৃহস্পতিবার পুল ডি-র প্রথম ম্যাচে স্পেনকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। যে ফলাফলের পর চাপ বেড়েছিল ভারতের ওপর। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ওয়েলশের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতের সামনে সমীকরণটা এরকমই ছিল যে, ৮ গোলের ব্যবাধানে জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। গোলপার্থক্যে ইংল্যান্ডকে পিছনে ফেলে।
ভারত শুরু থেকে দাপট দেখিয়ে ২ গোলে এগিয়ে গিয়েও অবশ্য সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করতে পারল না। ওয়েলশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ২-২ করে দেওয়ায় একটা সময় ভারত হেরে যাবে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য স্নায়ুর চাপ সামলে ওয়েলশকে ৪-২ গোলে হারিয়ে দিল ভারত। বিশ্বকাপের নক আউটে ওঠার সম্ভাবনাও জিইয়ে রাখল।
ম্যাচের শুরু থেকেই ছিল ভারতের দাপট। যদিও বারবার ভারতের সামনে দুর্ভেদ্য প্রাচীরের মতো হাজির হন ওয়েলশ গোলকিপার টোবি। একাধিক নিশ্চিত গোল বাঁচান তিনি। প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়।
ম্যাচের ২১ মিনিটে নিজেদের সার্কেলের ভেতর মনদীপকে ফাউল করে ওয়েলশ। পেনাল্টি কর্নার পায় ভারত। গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন শামশের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন আকাশ দীপ। ২-০ এগিয়ে যায় ভারত। কিন্তু এরপরই প্রত্যাঘাত ওয়েলশের। কিছুটা খেলার গতির বিরুদ্ধেই। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় ওয়েলশ। তারপর ফের গোল ওয়েলশের। ম্যাচ তখন ২-২। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম থমথমে।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করে স্বস্তি ফেরান আকাশ দীপ। ভারত এগিয়ে যায় ৩-২। তারপর একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ওয়েলশকে ৪-২ গোলে হারায় ভারত।
পুল ডি-তে ভারত ও ইংল্যান্ড, দুই দলেরই পয়েন্ট সমান। দুই দলই তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড।
তাহলে কীভাবে নক আউটের দরজা খুলতে পারে হরমনপ্রীত সিংহদের? বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী চারটি পুলের শীর্ষে থাকা চার দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আট দল নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। সেখান থেকে জয়ী চার দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।
ভারত পুল সি-র তৃতীয় দল নিউজিল্যান্ডের সঙ্গে ক্রসওভার ম্যাচ খেলবে। সেই ম্যাচ জিতলে শেষ আটে জায়গা করে নেবেন হরমনপ্রীত, শ্রীজেশরা।
আরও পড়ুন: ABP Exclusive: মোবাইলে কার নম্বর 'গড' নামে সেভ করে রেখেছেন ডাবল সেঞ্চুরির নায়ক শুভমন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)