এক্সপ্লোর
ঝাড়খণ্ড দলের হোটেলে আগুন, পুড়ে ছাই ক্রিকেটারদের খেলার সরঞ্জাম, সুরক্ষিত ধোনি

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হোটেলে আগুন। আর তার জেরে আজ বাতিল বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল ম্যাচ। দিল্লির দ্বারকায় যেখানে ঝাড়খন্ড দলকে রাখা হয়েছিল শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ সেখানে প্রথম হোটেলকর্মীরা টের পান আগুন লেগেছে। তত্ক্ষণাত খবর যায় দমকলের কাছে । আগ্নিনির্বাপক ৩০ টি ইঞ্জিন পৌঁছে যায় হোটেলে। ১ ঘন্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়েছে অনেক ক্রিকেটারের কিটব্যাগ। নিরাপদে ধোনি সহ ক্রিকেটারদের বাইরে নিয়ে আসার পর সিদ্ধান্ত হয় কাল হবে বাংলা-ঝাড়খন্ড বিজয় হাজারে সেমিফাইনাল।
Delhi: Fire had broken out in store in Dwarka's Welcome hotel complex. MS Dhoni and Jharkhand team who were staying there evacuated safely pic.twitter.com/8OIbd7x3Cl
— ANI (@ANI_news) March 17, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















