ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ড্র
রাজকোট: রাজকোট টেস্টে ভারতকে বিপাকে ফেললেও ম্যাচ জিততে পারল না ইংল্যান্ড। প্রথম টেস্ট ম্যাচ শেষ হল অমিমাংসিতভাবে। ভারতের সামনে ৩১০ রানের লক্ষ্য ছিল। মাত্র ৭১ রানে ৪ উইকেট হারানোর পর অধিনায়ক বিরাট ও অশ্বিন জুটি বেধে ১৫ ওভার ব্যাট করে ম্যাচ বাঁচান। ভারত শেষ করে ৬ উইকেটে ১৭২ রানে। শেষপর্যন্ত ৪৯ রান করে অপরাজিত থেকে যান বিরাট কোহলি।
এর আগে, ৩ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ইংল্যান্ড। গতকালের বিনা উইকেটে ১১৪ রান নিয়ে আজ সকাল থেকে খেলা শুরু করেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান হামিদ (৮২) ও অ্যালেস্টার কুক (১৩০)।
গতকাল ৪৬ রানে অপরাজিত থাকা কুক শতরান পূরণ করেন। হামিদও ভাল ব্যাটিং করছিলেন। তাঁকে কট অ্যান্ড বোল্ড করেন অমিত মিশ্র। এরপর জো রুটকেও (৪) ফিরিয়ে দেন অমিত। কুককে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। অধিনায়ক আউট হতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন।
জয়ের জন্য ৪৯ ওভারে ভারতের সামনে টর্গেট ছিল ৩১০ রান। যা টেস্টের হিসেবে বেশ কঠিন। রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। কোনও রান না করেই আউট হয়ে যান গৌতম গম্ভীর। দলের ৪৭ রানের মাথায় আউট হন চেতেশ্বর পূজারা (১৮)। ৩১ রান করে আউট হন মুরলী বিজয়। দ্রুত ফিরে যান অজিঙ্ক রাহানেও (১)। এরপর অশ্বিনকে সঙ্গে নিয়ে ব্যাটিং সামলান অধিনায়ক বিরাট কোহলি।
এই টেস্ট থেকে ভারতের তেমন কোনও প্রাপ্তি না থাকলেও, প্রথম ইনিংসে জো রুট, বেন স্টোকস ও মঈন আলি, দ্বিতীয় ইনিংসে অধিনায়ক অ্যালেস্টার কুকের শতরান এবং অভিষেক টেস্টেই হাসিব হামিদের অসাধারণ ব্যাটিং সিরিজের বাকি চারটি টেস্টে ইংল্যান্ডের ভরসা হতে পারে।