KL Rahul: প্রথম টেস্টে ব্যর্থতার পর সিডনিতে ১১০, জাত চেনান রাহুল
KL Rahul: ২০১৫ সালের ৬ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হয় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। এটি ছিল কে এল রাহুলের কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচেই প্রথম শতরান করেন তিনি।
কলকাতা: দেশের হয়ে টেস্ট ম্যাচ (Test Match) খেলার স্বপ্ন যে কোনও ক্রিকেটারেরই থাকে। ব্যাটসম্যানদের আবার টেস্টে শতরানের স্বপ্ন থাকে। কে এল রাহুলও (KL Rahul) সেই স্বপ্ন নিয়েই বেড়ে উঠেছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে সিডনিতে (Sydney) ভারত-অস্ট্রেলিয়া সিরিজের (India-Australia Test series) চতুর্থ টেস্টে আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ১১০ রান করেন রাহুল। তাঁর এই ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কা।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলা অনভিজ্ঞদের কাছে তো বটেই, অভিজ্ঞ ক্রিকেটারদের কাছেও বড় পরীক্ষা। সেখানে এই ইনিংসের আগে রাহুলের ঝুলিতে অভিজ্ঞতা বলতে ছিল মাত্র একটি টেস্ট ম্যাচ। মেলবোর্নে সেই টেস্টে প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি করেন মাত্র ১ রান। এরপরেই সিডনিতে তাঁকে নামিয়ে দেওয়া হয় ওপেনিংয়ে। এবারও ব্যর্থ হলে তাংর পক্ষে দলে থাকাই কঠিন হয়ে যেত। এই পাহাড়প্রমাণ চাপ নিয়েই ২২ গজে যান রাহুল।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৫৭২ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। এই রান তাড়া করার চাপও ছিল। তার উপর ইনিংসের তৃতীয় বলেই মুরলী বিজয়ের (০) উইকেট হারায় ভারতীয় দল। তবে এই চাপ সামাল দিয়ে ঝকঝকে ইনিংস খেলে নিজের জাত চেনান রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তিন নম্বরে নামা রোহিত ৫৩ এবং চার নম্বরে নামা বিরাট ১৪৭ রান করেন। আট নম্বরে নামা রবিচন্দ্রন অশ্বিন করেন ৫০ রান। সাত নম্বরে নামা ঋদ্ধিমান সাহা করেন ৩৫ রান। ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫১ রান তুলে ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। ৩৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৭ উইকেটে ২৫২ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য বড় রান পাননি রাহুল। তিনি ১৬ রান করেন। ৮০ রান করেন বিজয়। ম্যাচটি ড্র হয়ে যায়।