Asian Games Opening: এশিয়ান গেমসের উদ্বোধনে আতসবাজির পরিবর্তে থ্রি ডি আলো, পতাকা বহন করে উচ্ছ্বসিত হরমনপ্রীত-লভলিনা
Asian Games: হাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসের উদ্বোধনেও দেখা গেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।
হাংঝাউ: বিভিন্ন ইভেন্টে শুরু হয়ে গিয়েছে আগেই। শনিবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের (Asian Games) উদ্বোধন হল। ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। শুক্রবার হাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করলেন পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ এবং টোকিও অলিম্পিক্সে ৭৫ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই।
হাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসের উদ্বোধনেও দেখা গেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। আয়োজক চিন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করে তুলেছিল। এআই-এর ব্যবহার ভাল ভাবেই ফুটে উঠেছিল এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার ছিল না আতসবাজির প্রদর্শন। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম। আলোকসজ্জায় ব্যবহৃত হল থ্রিডি লাইট। তাতেই যেন আতসবাজির প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
The mascots freely shuttle between the LED ground display and the suspended vertical LED screens, while Congcong, Lianlian, and Chenchen joyfully play music on a piano made of waves., grabbing the spotlight.#Hangzhou #AsianGames #LED #Mascots #HangzhouAsianGames #GoMascotsGo pic.twitter.com/iDwTlcP7jD
— 19th Asian Games Hangzhou 2022 Official (@19thAGofficial) September 23, 2023
মার্চ পাস্টে অংশ নেওয়ার আগে হরমনপ্রীত বলেন, ‘পতাকাবাহক হিসাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আমি গর্বিত। যে অ্যাথলিটরা এশিয়ান গেমসে অংশ নেবেন তাঁদের প্রত্যেককে সাফল্যলাভের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’ লাভলিনাও গর্বিত পতাকাবাহক হতে পেরে। তিনি বলেন, ‘আমার দায়িত্বও বেড়ে গেল। প্রার্থনা করুন যাতে অনেক বেশি সোনার পদক নিয়ে ফিরতে পারি। নিজের সেরাটাই দেব।’
এবার এশিয়ান গেমসে ৩৫টি খেলায় ভারতের মোট ৬৫৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৩২৮ জন পুরুষ ও ৩২৫ জন মহিলা। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ৭০টি পদক পেয়েছিল ভারত। এর মধ্যে ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ ছিল। এবার তার চেয়েও বেশি পদক আসবে বলে আশা করছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন: লিটন ক্রিজে ফিরিয়েছিলেন, ব্যাটে-বলে বাংলাদেশের ঘাতক সেই সোধিই, সিরিজে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন