এক্সপ্লোর
পুণের খারাপ সময়, তবে ধোনির পাশেই ফ্লেমিং

কলকাতা: রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পাশেই থাকছেন কোচ তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তাঁর দাবি, দলের খারাপ পারফরম্যান্সের জন্য বেশ কয়েকটি কারণ দায়ী। চলতি আইপিএল-এ নবাগত দল পুণের পারফরম্যান্স এককথায় জঘন্য। অধিনায়ক ধোনি দলের এই করুণ অবস্থায় সমালোচনার মুখে পড়েছেন। তাঁর ফর্ম তো বটেই, এমনকী অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনছেন না, অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পুরো চার ওভার বল করতে দিচ্ছেন না। ফলে সমালোচনার ধার বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে পুণে। তার আগে ফ্লেমিং বলেছেন, দলের পারফরম্যান্স, ব্যক্তিগত অবদান নিয়ে বেশিই কাটাছেঁড়া চলছে। একটা দল গড়ে তোলা, কম্বিনেশন ঠিক করা সহজ নয়। অশ্বিনকে দিয়ে কম বল করানোর সিদ্ধান্তও ঠিক বলেই দাবি পুণে কোচের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















