Lionel Messi: আর্জেন্তিনার ম্যাচেই নিষিদ্ধ বিশ্বচ্যাম্পিয়নদের জার্সি! মেসিদের সমর্থন রুখতে কড়া ব্যবস্থা
FIFA WC 2026 Qualifiers: শুধু আর্জেন্তিনার জার্সিই নয়, আর্জেন্তিনার কোনও ফুটবলারের নাম লেখা ক্লাব জার্সি পরেও মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নয়াদিল্লি: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA WC 2026 Qualifiers) প্যারাগুয়ে ও পেরুর মুখোমুখি হবে আর্জেন্তিনা ফুটবল দল। গত বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন বর্তমানে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ শীর্ষে রয়েছে। সেখানে ষষ্ঠ স্থানে রয়েছে প্যারাগুয়ে। যতই ঘরের মাঠে খেলা হোক, লা আলবিসেলেস্তের বিপক্ষে লড়াইটা একেবারেই সহজ হবে না। আর্জেন্তিনার হয়ে লিওনেল মেসিও (Lionel Messi) এই ম্যাচে মাঠে নামবেন। মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলারের অনুরাগী সর্বত্রই। তবে তাঁদের আটকাতেই এবার বিশেষ পদক্ষেপ নিল প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।
আর্জেন্তিনা বনাম প্যারাগুয়ে (Paraguay vs Argentina) আসন্ন ম্যাচে যাতে প্রতিপক্ষ দল কোনওরকম সমর্থন না পায়, সেই বিষয়টা সুনিশ্চিত করতে তৎপর প্যারাগুয়ে। যে কোনও ম্যাচেই সমর্থন কোনও দলকে উজ্জীবিত করে। ঘরের মাঠে আর্জেন্তিনার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামলে, সেই সমর্থনের তো প্রয়োজন হবেই। ঘরের মাঠে খেলার সম্পূর্ণ সুবিধা যাতে নেওয়া যায়, সেই কারণেই প্যারাগুয়ের তরফে প্রতিপক্ষের জার্সি, বিশেষত লিওনেল মেসির সাদা নীল জার্সির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্যারাগুয়ে এফএ-র লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া জানান তাঁরা প্রতিপক্ষকে সম্মান করলেও, ঘরের মাঠের লাভ তুলতে তৎপর এবং সেই কারণেই এহেন ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'আমরা ইতিমধ্য়েই সতর্ক করে দিয়েছি যে প্যারাগুয়ে বাদে অন্য কোনও দলের জার্সি, বিশেষ করে প্রতিপক্ষের জার্সি পরে মাঠে আসা যাবে না। কোনও নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে আমাদের কোনও ক্ষোভ নেই। প্রতিটি ফুটবলারের কেরিয়ারকেই আমরা ভীষণ সম্মান করি। তবে আমাদের জন্য ঘরের মাঠে খেলার সুবিধা তোলাটা অত্যন্ত প্রয়োজনীয়।'
প্রতিপক্ষ খেলোয়াড়দের নাম লেখা ক্লাব জার্সি পরে দর্শকরা মাঠে আসলেও কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হবে না। প্রতিপক্ষের জার্সি ম্যাচের দিন মাঠে নিষিদ্ধ করার এই ঘটনাটা কিন্তু নতুন কিছু নয়। এর আগে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচেও একই নিয়ম দেখা গিয়েছিল। এমনকী মার্চে চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধেও একই জিনিস প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, এই দুই ম্যাচের জন্য আর্জেন্তিনা দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন এমি মার্তিনেজ়। ক্যামেরাম্যানকে আঘাত করে নির্বাসিত হওয়ায় আগের ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আরেক মার্তিনেজ় লিসান্দ্রো কিন্তু চোটের জেরে ছিটকে গিয়েছেন। তারকা ডিফেন্ডারের পরিবর্তে মেদিনাকে দলে ডাকা হয়েছে। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্তিনা এই প্য়ারাগুয়ে ম্যাচ জিতলে কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার বিষয়ে আরও একধাপ এগিয়ে দেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নতুন কোচের তত্ত্বাবধানে প্রথম জয়ের লক্ষ্যে ভারত, কোথায়, কখন, কবে দেখবেন মালয়েশিয়া ম্যাচ?