Bangladesh Protest: ওপার বাংলায় সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে একজোট তিন প্রধান, মোদি, মমতাকে চিঠি দিচ্ছে মোহনবাগান
Mohun Bagan: মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে ক্লাবের ১৬তম এক্সিকিউটিভ বৈঠকে বাংলাদেশে নিরন্তর ঘটে যাওয়া ঘটনাগুলির প্রতিবাদে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ।
কলকাতা: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। প্রতিবাদে এপারের ময়দানে একজোট তিন প্রধান। বাংলাদেশে হিন্দু নিপীড়নের (Bangladesh Protest) প্রতিবাদে চিঠি দিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)। চিঠি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। সবুজ মেরুনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের হাইকমিশনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছিল মহমেডান স্পোর্টিংও। এবার সেই তালিকায় সামিল হল মোহনবাগান।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ময়দানের বাকি দুই প্রধান আগেই সরব হয়েছিল। আজ মোহনবাগানের ক্লাব তাঁবুতে বেলা তিনটে নাগাদ এক্সিকিউটিভ কমিটির বৈঠক ছিল। সেইখানে না না সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়কেও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল সবুজ মেরুন।
View this post on Instagram
আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের নিপীড়নের বিরুদ্ধে কেষ্টপুরে প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা