WC Qualifiers 2026: চিলির বিরুদ্ধে ব্রাজিলের দাপুটে জয়, বিশ্বকাপ কোয়ালিফার্সে প্রথমবার অ্যাওয়ে ম্যাচে হারল জার্মানি
Germany Football Team: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে ০-২ গোলে পরাজিত হয় জার্মানরা। ১৯৩৪ সাল থেকে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স খেলা জার্মানির এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচে পরাজয়।

নয়াদিল্লি: নিজেদের প্রতিটি বিশ্বকাপে খেলার রেকর্ড অব্যাহত রেখে আগেই ২০২৬ সালের মেগা টুর্নামেন্টের ছাড়পত্র পেয়ে গিয়েছিল ব্রাজিল ফুটবল দল (Brazil football team)। চিলির বিরুদ্ধে দুরন্ত জয় পেল সেলেসাওরা। ৩-০ গোলে জয় পায় কার্লো আনচেলোত্তির প্রশিক্ষণে খেলা দল। অপরদিকে, স্লোভাকিয়ার বিরুদ্ধে জার্মানির বিস্ময় হার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (WC Qualifiers 2026) ম্য়াচে ০-২ গোলে পরাজিত হয় জার্মানরা। ১৯৩৪ সাল থেকে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স খেলা জার্মানির এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচে পরাজয়। তবে স্পেন ৩-০ স্কোরলাইনে বুলগেরিয়ারর বিরুদ্ধে বেশ দাপুটে জয় পায়।
ব্রাজিল এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায়। ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মাথাতেই রাফিনহার ফ্রি-কিক থেকে ক্যাসেমিরো বল জালে জড়িয়ে দেন। তবে অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। শেষমেশ ৩৮তম মিনিটে সেই রাফিনহার শট থেকেই লিড নিতে সক্ষম হয় ব্রাজিল। তাঁর শট চিলি গোলরক্ষক তালুবন্দি করতে ব্যর্থ হন। ফিরতি বলে ওভারহেড কিক থেকে নিজের প্রথম ব্রাজিল গোল করেন এস্তেভাও। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামার কয়েক মুহূর্ত পরেই লুকাস পাকেতা সেলেসাওয়ের লিড দ্বিগুণ করেন। ম্যাচ শেষ হওয়ার আগে ব্রুনো গিমারেশ ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন। এনরিকের শট বারে লেগে ফিরে আসলে কার্যত ফাঁকা গোলে বল জালে জড়িয়ে দেন গিমারেশ।
অপরদিকে, আরেক শক্তিধর দেশ জার্মানির জন্য স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচটা খুব একটা সুখকর হল না। এই প্রথমবার তাঁরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তো পরাজিত হলই, পাশাপাশি টানা তিন ম্য়াচেও হারের সম্মুখীন হতে হল জার্মানদের। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ডেভিক হ্যানকোর গোলে এগিয়ে যায় স্লোভাকরা। নিজের অর্ধ থেকে দৌড় শুরু করে স্ট্রেলেখের সঙ্গে ওয়ান-টু খেলে দারুণভাবে জালে বল জড়ান তিনি। স্ট্রেলেখ নিজেই দলের দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে টনি রুডিগারকে ঘোল খাইয়ে বাঁক খাওয়ানো শটে তিনি স্লোভাকিয়ার লিড দ্বিগুণ করেন। বিশ্বকাপের কোয়ালিফায়ার্সে এটা জার্মানদের কেবল চতুর্থ পরাজয়। লিভারপুল ও নিউক্যাসেলের নতুন সাইনিং ফ্লোরিয়ান ভার্টজ ও নিকো ওয়ালটেমাড দলে থাকলেও ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। তবে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বুলগেরিয়াকে হারাতে তেমন কসরত করতে হয়নি। মিকেল ওয়ারজ়াবাল, মার্ক কুকুরেয়া এবং মিকেল মেরিনো লা রোহার হয়ে গোল করে জয় এনে দেন। নেদারল্যান্ডসকে অবশ্য ম্যাটি ক্যাশের গোলে পোল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়। ডাচদের হয়ে ডেনজ়েল ডামফ্রিজ় গোল করেন। বেলজিয়াম লিখটেনস্টাইনের বিরুদ্ধে হাফ ডজন গোল দিয়ে জেতে।






















