Brazil vs Uruguay: পিছিয়ে পড়ে কোনওমতে ড্র ব্রাজিলের, বিশ্বকাপের বাছাই পর্বে পাঁচে নামলেন ভিনিসিয়াসরা
Fifa World Cup 2026 Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ফের হোঁচট খেল ব্রাজিল। নিজেদের মাঠ পিছিয়ে পড়েও কোনওমতে ১-১ ড্র করেছে সেলেসাওরা।
সাও পাওলো: ফুটবল বিশ্বকাপের যোগ্যতা (FIFA World Cup) অর্জনকারী পর্বে পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করল ব্রাজিল (Brazil Football Team)। সেই সঙ্গে ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে দক্ষিণ আমেরিকা গ্রুপে পাঁচে নেমে গেলেন সাম্বার দেশের ফুটবলাররা।
গত সপ্তাহে ভেনেজুয়েলার বিরুদ্ধে তাদের মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল দোরিভাল জুনিয়রের দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ফের হোঁচট খেল ব্রাজিল। বুধবার ভারতীয় সময় ভোরবেলার ম্যাচে নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পরে গোল শোধ করে কোনওমতে ১-১ ড্র করেছে সেলেসাওরা। এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ব্রাজিল। বুধবার অল্পের জন্য পরাজয় এড়াল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধে কোনও দলই কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় ম্যাক্সিমিলিয়ানো আরাউয়ের গোলে উরুগুয়েকে এগিয়ে দেন ফেদে ভালভার্দে। অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ সময় লাগেনি ব্রাজিলের। ৬২ মিনিটের মাথায় গোল শোধ দেন ক্লাব ফুটবলে ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলা মিডফিল্ডার গারসন। শেষ পর্যন্ত ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।
পরপর দুই ম্যাচ ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের পয়েন্ট টেবিলে নীচে নেমে গিয়েছে ব্রাজিল। নেমে গিয়েছে পাঁচ নম্বরে। ব্রাজিলের পয়েন্ট ১২ ম্যাচে ১৮। সমান সংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে।
🇦🇷🔝 Argentina remain at the top of the CONMEBOL #FIFAWorldCup qualifying table.#WeAre26
— FIFA World Cup (@FIFAWorldCup) November 20, 2024
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে অন্য ম্যাচে নিজেদের মাঠে কলম্বিয়া ১-০ গোলে হেরে গিয়েছে ইকুয়েডরের কাছে। দশ জনে খেলেও কলম্বিয়াকে হারিয়ে দিয়েছে ইকুয়েডর। ৭ মিনিটের মাথায় গোল করে কলম্বিয়ার সমর্থকদের চুপ করিয়ে দেন এনের ভ্যালেন্সিয়া। ৩২ মিনিটে লাল কার্ড দেখে পিয়েরো মাঠ ছাড়লেও তিন পয়েন্ট হাতছাড়া করেনি ইকুয়েডর। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে তারা। সমান সংখ্যক পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে নেমে গিয়েছে কলম্বিয়া।
আরও পড়ুন: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ