CAFA Nations Cup 2025: কাফা নেশনস কাপে তৃতীয় স্থান দখলের ম্যাচে খালিদ জামিলের ভারতীয় দলের প্রতিপক্ষ কারা?
Indian Football Team: কাফা নেশনস লিগের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে ভারতীয় দল একটি করে ম্যাচ হারে, জেতে ও ড্র করে।

নয়াদিল্লি: খালিদ জামিলের ভারতীয় কোচ হিসাবে প্রথম টুর্নামেন্ট কাফা নেশনস কাপ (CAFA Nations Cup 2025)। এই টুর্নামেন্টে ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের মতো দলগুলি ফর্ম, ব়্যাঙ্কিং সবেই ভারতের (Indian Football Team) থেকে অনেকটা এগিয়ে। তাদের বিরুদ্ধে ভারতীয় দলকে যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হত, তা বলার অন্ত রাখে না। সেই টুর্নামেন্টে ভারতের লড়াই বেশ প্রশংসাই কুড়িয়েছে। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচের জন্যও মাঠে নামার সুযোগ পাচ্ছে ভারত। তাঁদের প্রতিপক্ষও নির্ধারিত হয়ে গেল।
তৃতীয় স্থান দখলের ম্যাচে ওমানের মুখোমুখি হবে ভারতীয় দল। সোমবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। টুর্নামেন্টের গ্রুপ এ-তে সমান পয়েন্ট অর্জন করেও উজবেকিস্তানের পিছনে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ওমান। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে তারা। সোমবারের ম্যাচেও এই অপরাজিত অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে সফল ভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইবে বিশ্বের ৭৯ নম্বর ফুটবল খেলিয়ে দেশটি।
অন্যদিকে, ভারতীয় দল তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটি হেরেছে, পাশাপাশি ড্র করেছে একটি ম্য়াচ। আয়োজক তথা ইনফর্ম তাজিকিস্তানকে ২-১ হারিয়ে দারুণভাবে ভারতীয় দল এই টুর্নামেন্টের শুরুটা করেছিল। এরপর এশিয়ার সেরা দলগুলির অন্যতম ইরানকেও প্রায় ঘণ্টাখানেক গোল করা থেকে বিরত রেখেছিল ভারত। সেই ম্যাচ অবশ্য ইরানের পক্ষে ৩-০ শেষ। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতলে ভারতের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করা নিশ্চিত ছিল। তবে হতাশাজনকভাবে ব্লু টাইগার্সরা শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে। তবে ইরান ও তাজিকিস্তানের মধ্যে ম্যাচ ২-২ ড্র হওয়ায় ভারতের গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা নিশ্চিত হয়ে যায়।
India will fight for third place in the #CAFANationsCup2025 🥉
— Indian Football Team (@IndianFootball) September 4, 2025
8 Sep: 🇮🇳🆚🇺🇿/🇴🇲/🇰🇬/🇹🇲
The #BlueTigers will discover their opponents tomorrow after Group A finishes 🔜#IndianFootball ⚽️ pic.twitter.com/nvn3DLb8A8
আয়োজক তাজিকিস্তানও চার পয়েন্ট পেলেও, গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় তাদের চেয়ে পিছিয়ে পড়ে। কারণ ব্লু টাইগাররা হেড-টু-হেডে এগিয়ে ছিল। আফগানিস্তান কোনও জয় ছাড়াই মাত্র এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এবার দ্বিতীয় স্থানে শেষ করার সুবাদে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে খেলবে ভারত। ফাইনালে উজবেকিস্তান মুখোমুখি হবে গ্রুপ বি-র সেরা দল ইরানের।






















