Mohun Bagam SG: কলকাতা লিগে বিরাট জয় মোহনবাগানের, সুপার সিক্সের দরজা খুলবে সবুজ-মেরুনের?
CFL 2025: গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিক অফের পর থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া গেল মোহনবাগান সুপার জায়ান্টকে ।

কলকাতা: কঠিন । তবু, সুপার সিক্সের দৌড়ে টিকে রইল মোহনবাগান (Mohun Bagan) । কলকাতা ফুটবল লিগে শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নেমেছিল । নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে মেরিনার্সরা ৫-২ গোলে জিতল । আপাতত মোহনবাগান সিএফএল (CFL 2025-26) পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে । অন্যদিকে, মেসারার্স ম্য়াচের ভাগ্য এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি । এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল এফসি এই টুর্নামেন্টে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে ফেললেও, মোহনবাগানের ভাগ্য এখনও ঝুলেই রইল ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিক অফের পর থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া গেল মোহনবাগান সুপার জায়ান্টকে । ৬ মিনিটের মাথায় পাসাং দোরজি তামাংয়ের গোল থেকে লিড পায় মোহনবাগান সুপার জায়ান্ট । যদিও সেই লিড বেশিক্ষণ ছিল না । ১৫ মিনিটের মধ্যে সেই গোল পাঠচক্র পরিশোধ করে দেয় । ২৪ মিনিটে বাগানকে ২-১ গোলে এগিয়ে দিলেন করণ রাই । প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে বাগানের হয়ে ব্যবধান বাড়ালেন পীষূষ ।
হ্যাটট্রিক করণ রাইয়ের
ম্য়াচের দ্বিতীয়ার্ধেও বাগানের আক্রমণের ঝাঁঝ একইরকম ছিল । প্রথমে ৪৮ মিনিটে এবং তারপর ৬৫ মিনিটে পরপর দুটো গোল করলেন করণ রাই । আর সেইসঙ্গে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন তিনি । এরপর ম্যাচের ৬৯ মিনিটে কিছুটা হলেও সম্মান বাঁচায় পাঠচক্র । একটা গোল পরিশোধ করে তারা । যদিও ম্যাচের ফলাফল বদলায়নি । অবশেষে ৫-২ গোলে জেতে মোহনবাগান ।
It’s Karan Rai again and again and again 🫡
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 30, 2025
Karan Rai becomes the second Mariner to score a hattrick in this season 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/6LjovTIABo
কলকাতা লিগে আগের ম্যাচে কাস্টমসের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে । শনিবার জয়ে ফিরল মোহনবাগান । কলকাতা লিগে পাঠচক্রকে ৫-২ গোলে হারাল তারা । হ্যাটট্রিক করলেন করণ রাই । এই জয়ের পরেও মোহনবাগান সুপার সিক্সে উঠতে পারবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ।
A dominating performance from our young guns 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/w8J09GHWRm
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 30, 2025






















