Cristiano Ronaldo: ম্যান ইউতে রোনাল্ডো জমানার ইতি, ক্লাবের বিরুদ্ধে মুখ খুলেই কি বিপাকে?
Cristiano Ronaldo Update: কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত অভিযান শুরু করেনি পর্তুগাল। তার আগেই ক্লাব ফুটবলে বড় খবর। ম্যান ইউয়ে আর খেলতে দেখা যাবে না সি আর সেভেনকে।
![Cristiano Ronaldo: ম্যান ইউতে রোনাল্ডো জমানার ইতি, ক্লাবের বিরুদ্ধে মুখ খুলেই কি বিপাকে? Cristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect. Cristiano Ronaldo: ম্যান ইউতে রোনাল্ডো জমানার ইতি, ক্লাবের বিরুদ্ধে মুখ খুলেই কি বিপাকে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/6f6c043ca92eb41165d8fb408bd10b601668690537477402_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ম্যাঞ্চেস্টার: ম্যান ইউতে শেষ হল রোনাল্ডো জমানা। কোচের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কিছুদিন আগে। সম্প্রতি জানিয়েছিলেন যে সেই বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে কোনও অনুশোচনাও নেই তাঁর। এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে পারস্পরিক সহমতের ভিত্তিতে রেড ডেভিলসকে বিদায় জানাচ্ছেন সি আর সেভেন।
View this post on Instagram
আগামী বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে অভিযান শুরু করছে পর্তুগাল। তার আগেই এই খবর আলোড়ন তৈরি করেছে ফুটবল বিশ্বে। ম্যান ইউয়ের তরফে ট্যুইটারে জানিয়ে দেওয়া হয়েছে, ''পারস্পরিক সমবোঝতার মধ্যে দিয়ে রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউয়ের সম্পর্ক ছিন্ন হল। ওঁকে ২ টার্মে ক্লাবের হয়ে অবদান রাখার জন্য ধন্যবাদ।''
অনুশোচনা নেই
রোনাল্ডোর এই সাক্ষাৎকার নিয়ে স্বাভাবিকভাবেই উত্তাল গোটা ফুটবলবিশ্ব। অনেকেই মনে করছেন সম্ভবত তিনি আর কোনওদিনও ম্য়ান ইউনাইটেডের হয়ে খেলবেন না। অনেকে আবার এই সাক্ষাৎকারের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। পর্তুগালের বিশ্বকাপে মাঠে নামার আগে হঠাৎ করেই রোনাল্ডো সকলকে চমকে দিয়ে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতে আসেন। সেখানে তিনি বলেন, 'সময় তো সময়ই। আপনাদের তরফে আমার কোন সময়ে কী কথা বলা উচিত, সেটা বিচার করা অনেকটাই সহজ। আপনারা তো অনেক সময়ই ভুল খবরও লেখেন। অন্যরা কী ভাবছে না ভাবছে সেই নিয়ে আমার ভাবনাচিন্তার সময় নেই। আমার যখন ইচ্ছা হবে তখনই
অনুশোচনা নেই
রোনাল্ডোর এই সাক্ষাৎকার নিয়ে স্বাভাবিকভাবেই উত্তাল গোটা ফুটবলবিশ্ব। অনেকেই মনে করছেন সম্ভবত তিনি আর কোনওদিনও ম্য়ান ইউনাইটেডের হয়ে খেলবেন না। অনেকে আবার এই সাক্ষাৎকারের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। পর্তুগালের বিশ্বকাপে মাঠে নামার আগে হঠাৎ করেই রোনাল্ডো সকলকে চমকে দিয়ে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতে আসেন। সেখানে তিনি বলেন, 'সময় তো সময়ই। আপনাদের তরফে আমার কোন সময়ে কী কথা বলা উচিত, সেটা বিচার করা অনেকটাই সহজ। আপনারা তো অনেক সময়ই ভুল খবরও লেখেন। অন্যরা কী ভাবছে না ভাবছে সেই নিয়ে আমার ভাবনাচিন্তার সময় নেই। আমার যখন ইচ্ছা হবে তখনই আমি কথা বলব। সকলেই জানে আমি কে এবং আমি কীসে বিশ্বাস করি।'
আমি কথা বলব। সকলেই জানে আমি কে এবং আমি কীসে বিশ্বাস করি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)