Cristiano Ronaldo: ইউরো কাপে রোনাল্ডোর সেরা গোল কোনটি? নিজেই জানালেন ফুটবলের মহাতারকা
Cristiano Ronaldo Update: আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক তিনি এই মুহূর্তে। ২০০৪ সাল থেকে ইউরো কাপ খেলেছেন। এবারের ইউরো কাপেই হয়ত শেষবারের জন্য নেমেছিলেন মাঠে।
লিসবন: ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের শুরু। বাকিটা ইতিহাস। ২১ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার। একের পর এক রেকর্ড ভেঙেছেন ও গড়েছেন। ক্লাব ফুটবলেও নজির গড়েছেন। ঝুলিতে পাঁচটি ব্যা লঁ ডিঅর। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক তিনি এই মুহূর্তে। ২০০৪ সাল থেকে ইউরো কাপ খেলেছেন। এবারের ইউরো কাপেই হয়ত শেষবারের জন্য নেমেছিলেন মাঠে। এখনও নিশ্চিত না তিনি আর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামবেন কি না। তার মধ্যেই গতকাল নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন সি আর সেভেন। লঞ্চের সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েছে চ্যানেলটি। মাত্র ১০ ঘণ্টায় ১০ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলের। সেই চ্যানেলেই এক এপিসোডে এবার নিজের সেরা ইউরো কাপ গোলের কথা তুলে ধরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়া রোনাল্ডোর ইউরো কাপের প্রথম গোল ২০০৪ সালে। সেবারের টুর্নামেন্টে আয়োজক দেশ গ্রিসের বিরুদ্ধে হেডে একটি গোল করেছিলেন এই পর্তুগিজ সুপারস্টার। ফিগোর কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে এই গোল করেছিলেন সি আর সেভেন। সেটিই তাঁর চোখে সেরা ইউরো গোল। কিন্তু কেন? কারণ হিসেবে রোনাল্ডো জানিয়েছেন, এটি ইউরো কাপের আসরে তাঁর প্রথম গোল ছিল। তাই প্রথম গোলটিই ভীষণ স্পেশাল তাঁর কাছে।
সেবারের টুর্নামেন্টের উদ্বােধনী ম্য়াচে পর্তুগাল ও গ্রিস মুখোমুখি হয়েছিল। ম্য়াচটি পর্তুগাল ১-২ গোলে হেরে যায়। সেই একমাত্র গোলটি করেছিলেন তরুণ সি আর সেভেন। তখন যদিও ১৭ নম্বর জার্সিত পরতেন রোনাল্ডো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউটিউব চ্যানেলের নাম 'UR Cristiano'। ২৪ ঘণ্টার মধ্যে রোনাল্ডোর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছেছে ১ কোটিতে। যা অবিশ্বাস্য শোনাচ্ছে বিশ্বের প্রথম সারির ইউটিউবারদের কাছেও।
পর্তুগিজ সুপারস্টার বুধবার নিজের ইনস্টাগ্রামে জানান, এবার তিনি নতুন ভাবে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন। ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যথেষ্ট জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে সি আর সেভেনের নাম। সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা অবিশ্বাস্য। ৯০০ মিলিয়ন! ৯০ কোটি! এবার ইউটিউবের মঞ্চে যাত্রা শুরু করলেন সি আর সেভেন। ইউটিউবে নিজের নতুন চ্যানেল খুলে ফেললেন। UR Cristiano নামে এই চ্যানেল শুরু করার কথা অনেকদিন ধরেই ভেবেছিলেন বলে জানিয়েছেন রোনাল্ডো। অবশেষে চ্যানেল খুলতে পেরে খুশি আল নাসের তারকা।