Cristiano Ronaldo: মেসির বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনাল্ডো, নিশ্চিত করলেন আল নাসর কোচ
Al Nassr vs Inter Miami: ১ ফেব্রুয়ারি রিয়াধ সিজ়ন কাপে মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসরের মুখোমুখি হওয়ার কথা।
রিয়াধ: বহুদিন ধরেই ১ ফেব্রুয়ারির অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। ওইদিনই বিগত দুই দশকের সবথেকে বড় দুই তারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) একে অপরের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল। রিয়াধ সিজ়ন কাপে মেসির ইন্টার মায়ামির (Inter Miami) বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসরের (Al Nassr) মুখোমুখি হওয়ার কথা। কিন্তু সেই ম্য়াচের আগেই দুঃসংবাদ। ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনাল্ডো।
'সিআর৭'-র চোট রয়েছে এবং তিনি এখনও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেননি বলে জানিয়ে দিয়েছেন আল নাসর কোচ লুইস ক্যাস্ট্রো (Luis Castro)। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ক্যাস্ট্রো বলেন, 'আমরা মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথ দেখতে পারব না। রোনাল্ডোর নিজের চোট সারানোর প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে রয়েছে। আশা করছি পরবর্তী কয়েক দিনে ও অনুশীলন শুরু করতে পারবে। তাই ওই ম্যাচে ও খেলতে পারবে না।'
আল নাসর রোনাল্ডোকে এই বড় ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট হওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে রোনাল্ডোর সম্পূর্ণ ফিট হতে সপ্তাহ দু'য়েক মতো সময় লাগবে। অর্থাৎ সেক্ষেত্রে তিনি ১ ফেব্রুয়ারি এই ম্যাচের জন্য ফিট হয়ে মাঠে নামতে পারতেন। আল নাসরের শেয়ার করা ভিডিওতে রোনাল্ডো জিমে ঘাম ঝরাতেও দেখা গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত তিনি সময়মতো ফিট হয়ে উঠতে পারছেন না।
Working in China 🔥
— AlNassr FC (@AlNassrFC_EN) January 24, 2024
#AlNassrChinaTour2024 🇨🇳
#利雅得胜利中国行 pic.twitter.com/DJiXDAKpm3
জানুয়ারির মাসের মাঝামাঝি সময়ে রোনাল্ডো বাঁ-পায়ের পেশিতে চোট পান। তা সত্ত্বেও রোনাল্ডোর নড়া চড়া করতে যে খুব একটা অসুবিধে হচ্ছিল, তেমনটা নয়। তবে রোনাল্ডো এবং আল নাসর ক্লাব কর্তৃপক্ষ, কেউই রোনাল্ডোর এই চোট নিয়ে ঝুঁকি নিতে আগ্রহী নন। সেই কারণেই তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে আগ্রহী আল নাসর কর্তৃপক্ষ। সেই কারণেই 'লাস্ট ডান্সে' মেসির মুখোমুখি হতে পারছেন না তিনি। পর্তুগিজ মহাতারকা কবে মাঠে ফেরন এবার সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অবশেষে স্পার্সের মাঠে জয় পেল ম্যান সিটি, ভিলার বিরুদ্ধে ঘরের মাঠে আটকে গেল চেলসি