(Source: ECI/ABP News/ABP Majha)
FA Cup: অবশেষে স্পার্সের মাঠে জয় পেল ম্যান সিটি, ভিলার বিরুদ্ধে ঘরের মাঠে আটকে গেল চেলসি
Manchester City: ৫৩৮ মিনিট পরে অবশেষে টটেহন্যাম হটস্পার স্টেডিয়ামে গোল করতে সক্ষম হল ম্যাঞ্চেস্টার সিটি।
লন্ডন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এফএ কাপের (FA Cup) পঞ্চম রাউন্ডে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। অবশেষে নতুন টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে জয় পেল ম্যান সিটি। তবে নিজেদের ঘরের মাঠে আটকে যেতে হল ইংল্যান্ডের আরেক বড় ক্লাব চেলসিকে (Chelsea)। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ব্লুজদের।
২০১৯ সাল থেকে বিগত পাঁচ ধরে হটস্পার স্টেডিয়ামে সিটি ম্যাচ জেতা তো দূর, গোলও করতে পারেনি। এদিনও ম্যাচটা সেইদিকেই এগোচ্ছিল। তবে ম্যাচের শেষ লগ্নে, ৮৮ মিনিটে স্পার্সের রক্ষণ ভেঙে সিটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন নাথান অ্যাকে। তাও গোলটি আসে স্পার্স গোলরক্ষক ভিকারিওর এক ভুল থেকেই। অবশ্য ম্যাচে আগাগোড়াই সিটি নিজেদের দাপট দেখায়। স্পার্স সিটি গোলরক্ষক স্টিফেন ওর্টেগাকে তেমন চাপেই ফেলতে পারেনি।
ম্যান সিটি স্পার্সের স্টেডিয়ামে নাগাড়ে চার প্রিমিয়ার লিগ ম্যাচ হেরেছিল। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালেও হারতে হয়েছিল তাঁদের। স্পার্স স্টেডিয়ামে ১০১টি গোলের প্রয়াস নিয়েও বল জাল জড়াতে ব্যর্থ হয় সিটি। তাই ম্যাচটা বরাবরই মানসিকভাবে অন্তত সিটির কাছে বেশ চাপের ছিল। তবে ম্যাচের ৮৮ মিনিটে রুবেন ডিয়াজ়ের চাপে ভিকারিও বল দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন এবং সেই সুযোগেই কোনওক্রমে অ্যাকে বল জালে জড়িয়ে দেন।
The curse has been SHATTERED 💥
— Emirates FA Cup (@EmiratesFACup) January 27, 2024
It was sixth time lucky for @ManCity as they finally scored their first goal and registered their first win at the Tottenham Hotspur Stadium!#EmiratesFACup pic.twitter.com/AUrMuW6qib
অপরদিকে চেলসির ঘরের মাঠে এই মরশুমের ফর্ম একেবারেই আহামরি নয়। তবে এফএ কাপে ব্লুজরা নিজেদের ঘরের মাঠে নাগাড়ে আট ম্যাচ জিতেছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই এদিন মাঠে নেমেছিল মরিসিও পচেত্তিনোর দল। তবে ভিলার গোলরক্ষক এমি মার্তিনেজ়কে পরাস্ত করতে ব্যর্থ হন তাঁরা। এই ম্যাচ ড্র হওয়ায় দুইদল ভিলা পার্কে রিপ্লে খেলবে।
কাপের অন্যান্য ম্যাচের মধ্যে ব্রিস্টল সিটি ও নটিংহ্যাম ফরেস্টের ম্যাচও গোলশূন্য শেষ হয়। শেফিল্ড ওয়েডনেসডে ১-১ কভেন্ট্রি সিটির বিরুদ্ধে ম্যাচ ড্র করে। ভিক্টর টর্পের গোলে ম্যাচে পিছিয়ে পড়লেও গাসাম্মার শেষের দিকে গোলে ম্যাচে সমতায় ফেরে ইয়র্কশায়ারের ক্লাবটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পদ্মশ্রীর জন্য মনোনীত সাত ক্রীড়াবিদ, তালিকায় রয়েছেন রোহন বোপান্নাও