Durand Cup: ঘরের মাঠে খেলার সুবিধে কাজে লাগিয়ে ডুরান্ডে বাড়তি সুবিধে আদায় করে নিতে পারে ইস্ট-মোহন
Durand Cup 2025: মোট ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ছ’টি গ্রুপের সেরা দল এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা দু’টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

কলকাতা: আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। কলকাতা সহ মোট পাঁচটি শহরে মোট ১০টি ম্য়াচ খেলা হবে। কলকাতা ছাড়া খেলা হবে জামশেদপুর, শিলং, কোকরাঝাড়, ইম্ফলে। হোম অ্য়াডভান্টেজ পাচ্ছে দলগুলো।
টুর্নামেন্টে প্রথম দু ম্য়াচে আইপিএলের শীর্ষ দল ইস্টবেঙ্গল এফসি ও জামশেদপুর এফসি খেলতে নামবে। ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ এর আগে ১৬ বার জিতেছে। অন্যদিকে জামশেদপুর এফসি প্রাক্তন আইএসএল লীগ উইনার্স শিল্ড বিজয়ী। এছাড়া মহমেডান স্পোর্টিং, শিলং লাজং এফসি ও নেরোকা এফসি যারা ডুরান্ড কাপের প্রাক্তন ফাইনালিস্ট। আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটডে ও পঞ্জাব এফসি দ্বিতীয় সপ্তাহে অভিযান শুরু করবে। তাঁরা প্রত্যেকেই হোম ম্য়াচ খেলার সুবিধে পাবে। শুরুতেই তিন পয়েন্ট ঝুলিতে পুরতে পারলে নক আউটের পথেও তারা এগিয়ে যাবে।
মোট ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ছ’টি গ্রুপের সেরা দল এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা দু’টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পাঁচটি শহরে, কলকাতা, শিলং, জামশেদপুর, কোকরাঝার এবং নতুন ভেনু ইম্ফলে।
এদিকে, মরশুমের শুরুতেই আরও শক্তিশালী হল ইস্টবেঙ্গল। বুধবারই রাজস্থান ইউনাইটেডের সেন্টার ব্যাক মার্তন্ড রায়নাকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। লক্ষ্মীবারে আরও এক ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল । শোনা যাচ্ছে, তিন বছরের চুক্তিতে লাল-হলুদে যোগ দিচ্ছেন রিয়াল কাশ্মীরের ফুটবলার রামসঙ্গা ।
বৃহস্পতিবার সন্ধ্যায় লাল-হলুদ শিবির থেকে ঘোষণা করা হল যে, রিয়াল কাশ্মীরের ফুটবলার রামসঙ্গা (Ramsanga) পরের মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন। মিজোরামের এই ফুটবলারকে ৩ বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের রেকর্ড বেশ ঈর্ষণীয়। গত মরশুমে আই লিগে রিয়াল কাশ্মীরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রামসঙ্গা । মূলত বাঁ পায়ের ফুটবলার । তবে রামসঙ্গার ইন্টারসেপশন দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। মাঝমাঠে একজন নাছোড় মানসিকতার ফুটবলার খুঁজছিলেন লাল-হলুদ কর্তারা । ইস্টবেঙ্গল শিবিরের আশা, রামসঙ্গা তাদের মুশকিল আসান হয়ে উঠবেন।
ইস্টবেঙ্গলের জন্য রামসঙ্গা গুরুত্বপূর্ণ হতে পারেন বলে মনে করছে ময়দান । রামসঙ্গা যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সকলেই। ইস্টবেঙ্গল শিবির থেকে জানানো হয়েছে, ৩১ নম্বর জার্সি পরে খেলবেন রামসঙ্গা । বৃহস্পতিবারই অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করে রামসঙ্গাকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল ।






















