![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Durand Cup Derby: ডার্বি বাতিল, ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে কারা যাবে কোয়ার্টার ফাইনালে?
East Bengal FC vs Mohun Bagan SG: এই ঘোষণার পর ডুরান্ড কাপের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের ছবিটা কী দাঁড়াল? ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অবস্থানই বা কী?
![Durand Cup Derby: ডার্বি বাতিল, ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে কারা যাবে কোয়ার্টার ফাইনালে? Durand Cup Derby between East Bengal FC and Mohun Bagan SG got cancelled know the points table quarter final race Durand Cup Derby: ডার্বি বাতিল, ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে কারা যাবে কোয়ার্টার ফাইনালে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/2b4438f9b3c45ed5318c6d85e45e42e0172390166452650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। যে নৃশংস ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে, এমনকী, দেশের বাইরেও। প্রতিবাদে ফেটে পড়ছে সব মহল। দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে এসেছে রাজ্যের সব স্তরের মানুষ।
আর সেই পরিস্থিতিতে বাতিল করে দেওয়া হল চলতি ডুরান্ড কাপে (Durand Cup) গ্রুপ পর্বের কলকাতা ডার্বি। বাংলার ফুটবলের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal FC vs Mohun Bagan SG) ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার সন্ধ্যায় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে। কিন্তু শনিবার দুপুরে ডুরান্ড কাপ আয়োজক কমিটি ঘোষণা করে দিল, ডার্বি বাতিল।
ডুরান্ড কাপের আয়োজকদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে ডুরান্ড কাপের গ্রুপ এ-র যে ম্যাচ হওয়ার কথা ছিল, তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে।
এই ঘোষণার পর ডুরান্ড কাপের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের ছবিটা কী দাঁড়াল? ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অবস্থানই বা কী? তিন ম্যাচে সাত পয়েন্ট করে পেয়ে গ্রুপ 'এ’-র প্রথম দুই স্থানে রয়েছে কলকাতার দুই দল। তবে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে মোহনবাগান। তাদের গোলপার্থক্য যেখানে ৭, সেখানে ইস্টবেঙ্গলের গোলপার্থক্য ৪। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ছ’টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি কোয়ার্টার ফাইনালে উঠবে। দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা দু’টি দলেরও শেষ আটে যাওয়ার কথা।
ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি, কেরল ব্লাস্টার্স, ভারতীয় সেনাবাহিনী, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং পাঞ্জাব এফসি শেষ আটে পৌঁছে গিয়েছে। গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘এফ’-এর ফয়সালা হওয়া বাকি আছে। শনিবার রাতে গ্রুপ ‘এফ’-এ শিলং লাজং এফসি বনাম এফসি গোয়ার ম্যাচের পর ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান - দুই দলই যেতে পারে কোয়ার্টার ফাইনালে।
মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচে ১-০ গোলে হারায় ডাউনটাউন হিরোজকে। গ্রুপে তাদের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৬-০ গোলে হারায় সবুজ-মেরুন বাহিনি। অন্য দিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়াফোর্সকে ৩-১ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে ডাউনটাউন হিরোজকেও ৩-১ ব্যবধানে হারায় তারা। ফলে দুই দলেরই ৬ পয়েন্ট করে রয়েছে। (তথ্যসূত্র - ISL)
আরও পড়ুন: 'এই রাক্ষসদের জন্য আইন বদলানো উচিত', RG কর কাণ্ড নিয়ে সরব ঋদ্ধিমান সাহা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)