Mohun Bagan vs North East United FC: ২ গোলে এগিয়ে থেকেও টাইব্রেকারে হার, ডুরান্ড ফাইনালে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
Durand Cup Final 2024: রোমাঞ্চের সব রকম উপাদানই মজুত ছিল সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপের ফাইনালে।
কলকাতা: ফাইনাল ঠিক যেমন হওয়া উচিত। পরতে পরতে নাটক। প্রথমার্ধে মোহনবাগান সুপার জায়ান্টের ২ গোলে এগিয়ে যাওয়া। চলতি ডুরান্ড কাপের নক আউট পর্বে প্রথমবার লিড নিয়েছিল সবুজ-মেরুন শিবির। দ্বিতীয়ার্ধে মাত্র ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডের (Mohun Bagan vs North East United FC) সমতায় ফেরা। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়া। ম্যাচ টাইব্রেকারে গড়ানো। রোমাঞ্চের সব রকম উপাদানই মজুত ছিল সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের ফাইনালে।
নাটকীয় ফাইনালে টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে প্রথমবার ডুরান্ড কাপের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। টানা ২ বার ডুরান্ড কাপ জেতার স্বপ্নভঙ্গ হল সবুজ-মেরুন শিবিরের।
মাঠের ভিআইপি বক্সে ছিলেন অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। যিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র অন্যতম মালিক। প্রথমবার ডুরান্ড ফাইনালে উঠেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। অন্যদিকে মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন। এবার ছিল খেতাবরক্ষার লড়াই। গ্যালারিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদ থাকলে, সমানভাবে ছিল মোহনবাগানের জয়ের প্রার্থনা। এবং ছক ভেঙে ইতিহাসে এবারই হয়তো প্রথম মোহনবাগান ট্রফি জিতলে ইস্টবেঙ্গল সমর্থকেরা হাহুতাশ করতেন না। আর জি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার একটা দল তো গ্যালারিতে ধ্বজা উড়িয়েছে।
তবে ফাইনালে স্বপ্নভঙ্গ হল মোহনবাগানের। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গিয়েছিল তারা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিংস। বিরতির ঠিক আগে গোল করে ২-০ করে দেন সাহাল আব্দুল সামাদ। তবে বিরতির পর মাত্র ৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় বাগান। ৫৫ মিনিটে গোল করে ২-১ করেন আজারাই। ৫৮ মিনিটে গোল করে সমতা ফেরান গিয়েরমো।
FT | MBSG 2-2 NEUFC
— Durand Cup (@thedurandcup) August 31, 2024
Pen | MBSG 3-4 NEUFC
All square at the end of 9️⃣0️⃣ mins & the match went into penalties where Northeast United FC reigned supreme!
And NORTHEAST UNITED FC are the CHAMPIONS of the IndianOil Durand Cup! 🏆#Final #MBSGNEUFC #IndianOilDurandCup… pic.twitter.com/qXUczYZjGf
নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ থাকার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে কামিংস, মনবীর সিংহ ও দিমিত্রি পেত্রাতস গোল করলেও সুযোগ নষ্ট করেন লিস্টন কোলাসো ও শুভাশিস বসু। টাইব্রেকারে ৪-৩ গোলে মোহনবাগানকে হারায় নর্থ ইস্ট ইউনাইটেড।
আরও পড়ুন: 'তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি', ফাইনালেও একই সুর যুবভারতীর গ্যালারিতে