East Bengal: প্রথমার্ধেই ছাড়েন মাঠ, ইস্টবেঙ্গল তারকা তালালের চোট কতটা গুরুতর? আপডেট দিলেন কোচ ব্রুজোন
East Bengal vs Odisha FC: প্রথমার্ধে চোট পেয়ে নিজের পায়ে মাঠ ছেড়ে বেরতেও পারেননি মাদি তালাল। তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করতে হয়।
কলকাতা: এমনিই চোট আঘাতের সমস্যায় জর্জরিত দল। গোদের উপর বিষফোঁড়ার মতো সেই তালিকায় সামিল হল আরও এক নাম এবং ঘটনাক্রমে সেও বিদেশি। ওড়িশা এফসির বিরুদ্ধে শুক্রবার ঘরের মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal vs Odisha FC)। সেই ম্যাচেরই প্রথমার্ধে চোট পান মাদি তালাল। ঠিক কতটা গুরুতর ফরাসি মিডফিল্ডারের চোট? কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে?
পেশির চোটের জন্য প্রায় সপ্তাহ দু'য়েকের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকে। গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স ও স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেও চোট পেয়ে আপাতত দলের বাইরে। এক মাদি তালাল (Madih Talal) ছিলেন ভরসা। কিন্তু তাঁর চোট কত দিনের জন্য তাঁকে মাঠে বাইরে রাখবে, তা ইস্টবেঙ্গল শিবিরের চিন্তার বিষয়। যে দুই বিদেশি সুস্থ রয়েছেন, সেই হিজাজি মাহের ও ক্লেটন সিলভা ইদানীং তাঁদের সেরা ছন্দে নেই। তাই কোচের কপালে চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক।
নিজের পায়ে মাঠ ছেড়ে বেরতেও পারেননি তালাল। তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করতে হয়। তারকা ফুটবলারের চোট প্রসঙ্গে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon) জানান, ' ওর হাঁটুতে চোট লেগেছে। কাল এমআরআই করার পর বোঝা যাবে চোটটা কত গুরুতর। ওর হাঁটুতে যথেষ্ট ব্যথা রয়েছে। দেখে মনে হচ্ছে, চোটটা গুরুতর'।
Sportsmanship at its finest! 👏
— Indian Super League (@IndSuperLeague) December 12, 2024
Wishing @MadihTalal8 a speedy recovery! 🙌#EBFCOFC #ISL #LetsFootball #EastBengalFC #OdishaFC | @eastbengal_fc @OdishaFC @carlosdelgado90 pic.twitter.com/ismhtHkUGX
এমনই দল আইএসএল তালিকার নীচের দিকে, তার ওপর একের পর এক তারকার চোট। তাই ইস্টবেঙ্গল কোচের গলাতেও স্বাভাবিকভাবেই হতাশার সুর শোনা গেল। তিনি বললেন, 'চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত এখন দলের যা অবস্থা, তাতে দল খুব কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি সামলাতে হবে আমাদের। যদিও তা খুব কঠিন কাজ। তবে আমাদের চেষ্টা তো করতেই হবে। তবে যারা ভাল খেলছে, দলের সেই সব ফুটবলারদের কাছে বড় সুযোগ আসবে'।
বর্তমানে যা পরিস্থিতি, তাতে পরবর্তী ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে আদৌ চার বিদেশিদের নিয়ে মাঠে নামতে পারবেন কি না, সেই বিষয়ে সন্দিহান লাল হলুদ কোচ। তবে তা সত্ত্বেও তিনি উদ্যমে নিজেদের প্রস্তুতি সারতে তৎপর। এবার সেই প্রস্তুতি জয়ে রূপান্তরিত হয় কি না, সেটাই দেখার।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে হার ম্যান সিটির, জয় বার্সোলোনার, জিতল মিলান, আর্সেনালও