গত ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি দলের দুই নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমার শেকর ও নাওরেম মহেশ সিংহ। নন্দর জায়গায় পিভি বিষ্ণু ও মহেশের জায়গায় জিকসন সিংহকে প্রথম দলে রাখেন অস্কার। দুই নির্ভরযোগ্য সদস্যকে ছাড়াই যে উজ্জীবিত ফুটবল খেলে তাঁর দল, তা অবশ্যই প্রশংসনীয়। এই দলগত ফুটবলই আইএসএলে আট ম্যাচ পর জয় এনে দেয় তাদের। গত ৭ এপ্রিল লাল-হলুদ বাহিনী শেষ জয় পেয়েছিল বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। তার পর শুক্রবার প্রথয় জয়ের মুখ দেখে তারা। ম্যাচের পর দলের দুই বিদেশি মিডফিল্ডার সল ক্রেসপো (Saul Crespo) ও মাদি তালাল (Madih Talal) এই জয় নিয়ে কী বললেন?

সল ক্রেসপো দলের জয়ে ফেরা নিয়ে বলেন, 'হ্যাঁ, এটা দারুণ জয়। আমরা টানা পাঁচটা ম্যাচ অপরাজিত থেকে খেলছি। আমরা এখন আগের চেয়ে ভাল অবস্থায় আছি। আইএসএলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের পরিবর্তন করতে শুরু করেছি। এটা ঠিকই যে, এএফসি চ্যালেঞ্জ লিগে আমরা এর আগে পরিবর্তন এনেছিলাম, তবে এখন আইএসএলে আমরা তা শুরু করেছি। এ ভাবেই আমাদের এগিয়ে যেতে হবে এবং চেন্নাইয়িন এফসির বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করতে হবে। এই পরিবর্তনের জন্য অবশ্যই আমাদের নতুন কোচের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রত্যেক কোচই আলাদা। এখন আমরা অস্কারের নির্দেশ মেনে চলছি। আশা করি, এভাবেই আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

অপরদিকে মাদি তালালের মতে মহামেডানের বিরুদ্ধে লড়াই দলের মানসিকতা বদলেছিল, তার সুবাদেই এল এই জয়। ফরাসি মিডফিল্ডার আশাবাদী দল নিজেদের সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারবে। 'আমার মনে হয়, এএফসি চ্যালেঞ্জ লিগে জয় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে এবং মহমেডান এসসির বিরুদ্ধে ন’জন খেলোয়াড় নিয়ে ড্র করা আমাদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে। আশা করি, আমরা পরবর্তী ম্যাচেও এভাবেই সাফল্য অব্যাহত রাখতে পারব। এটা শুধু ফিটনেসের ব্যাপার নয়, শুধুমাত্র মানসিকতার বিষয়। আমরা দু’সপ্তাহ বা এক মাসে খেলোয়াড় পরিবর্তন করতে পারি না। আমাদের মানসিক অবস্থা ঠিক ছিল না। এখন এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সবাই তাদের মানসিকতা বদলেছে। সে জন্যই এভাবে খেলার জন্য আমরা উৎসাহ পেয়েছি।' বলেন তালাল।

(তথ্য: আইএসএল মিডিয়া)