Cleiton Silva: সম্পর্ক কি তলানিতে? আইএসএল শেষ হতেই ইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেটন সিলভা
East Bengal: দু’দিন আগে অনুশীলনে কোচ অস্কার ব্রুজ়োর সঙ্গে ঝামেলা হয় ক্লেটনের। মাঠ ছেড়ে বেরিয়ে যান ব্রাজিলীয় স্ট্রাইকার। সেই ঝামেলা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়াল।

কলকাতা: ঝামেলা শুরু হয়েছিল আগেই। কিন্তু এত দ্রুত যে এই ঘটনা ঘটবে তা বোধহয় আন্দাজ করেননি ইস্টবেঙ্গল সমর্থকরাও। এমনিতেই দল হিসেবে একেবারেই ভাল পারফরম্য়ান্স আইএসএলে দেখাতে পারেনি লাল হলুদ শিবির। তার মধ্যে এবার দল থেকে ছেঁটে ফেলা হল ক্লেটন সিলভাকে। অনুশীলনে কিছুদিন আগে লাল হলুদ কোচ অস্কার ব্রুজ়োর সঙ্গে ঝামেলা হয়েছিল স্প্যানিশ তারকার। এছাড়া গত রবিবার সুপার কাপের প্রস্তুতি ম্য়াচে কোচ ব্রুজ়োর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ক্লেটন। আসলে নির্দিষ্ট পজিশনে ক্লেটনকে খেলার পরামর্শ দিয়েছিলেন লাল হলুদ কোচ। কিন্তু তা মানতে চাননি এই তারকা স্ট্রাইকার। মাঠ ছেড়ে বেরিয়ে গিয়ে কোচকে অকথ্য ভাষায় গালাগালিও দিয়েছিলেন ক্লেটন। এরপরই সম্ভাবনা তৈরি হয় যে দ্রুত হয়ত ক্লাব কড়া সিদ্ধান্ত নিতে পারে। লাল হলুদের ফুটবলার শৌভিক চক্রবর্তী মধ্যস্থতায় নিয়ে আসেন ক্লেটনকে। তবে ম্য়াচের পরই তারকা স্ট্রাইকারের বিরুদ্ধে বিশৃঙ্খলতার অভিযোগ এনেছিলেন লাল হলুদ কোচ। ড্রেসিংরুমে ঢুকে জার্সিত বদলে পরে সেখান থেকে বেরিয়েও গিয়েছিলেন ক্লেটন। এরপর থেকেই ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি আরও হয়।
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে দু পক্ষের আলোচনা শেষে ক্লেটন সিলভা আমাদের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাব তাঁর অবদান সবসময় মনে রাখবে। তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ২০২২ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন ক্লেটন। এই ক্লাবের জার্সিতে ৫৮ ম্য়াচ খেলে ২০ গোল করেছেন।
View this post on Instagram






















