East Bengal vs Mohun Bagan: ডার্বি-অশান্তি রুখতে IFA-র সঙ্গে রাজীব কুমারের বৈঠক, ইস্ট-মোহন ম্যাচে মহিলাদের জন্য বিশেষ ছাড়
Kolkata Derby: শনিবার কল্যাণীতে কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি ম্যাচ আয়োজিত হবে।

কলকাতা: কলকাতা ডার্বিতে (Kolkata Derby) 'অশান্তি' রুখতে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র সঙ্গে বৈঠকে বিশেষ কিছু পরামর্শ দিলেন ডিজি রাজীব কুমার। শনিবার, ২৬ জুলাই কল্যাণীতে মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)। কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) ডার্বি ম্যাচ আয়োজিত হবে। ডার্বিতে সমর্থকদের মধ্যে 'অশান্তি' রুখতে আইএফএ-র সঙ্গে বৈঠকে বিশেষ পরামর্শ দিলেন রাজীব কুমার।
এই বৈঠকে যেমন একদিকে সমর্থকদের মধ্যে সংঘর্ষ রুখতে না না পথ অবলম্বনের পরামর্শ দিয়েছেন রাজীব কুমার, তেমনই মহিলা সমর্থকদের আরও বেশি করে মাঠমুখী করার জন্য বিশেষ উদ্যোগও নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর পরামর্শ মতোই মহিলা দর্শকদের মাঠে টানতে বড় উদ্যোগ নেওয়া হল। কলকাতা ডার্বির ম্যাচের টিকিটের মূল্যে মহিলাদের জন্য বড় ছাড় দিল আইএফএ। মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকার টিকিটের দাম কমিয়ে ১০০ টাকা করা হয়েছে, জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
'বেশি সংখ্যক মহিলা দর্শক মাঠে আসলে, অবাঞ্ছিত হিংসা কমবে', বৈঠকশেষে পরামর্শ রাজীব কুমারের। আইএফএ সচিব অর্নিবাণ দত্ত এই বিষয়ে জানান, 'ওঁ আমাদের বৈঠকে বলেছিল যে লোকে যদি মাঠে পরিবার নিয়ে খেলা দেখতে আসে, তাহলে কিন্তু মাঠে অযাচিত হিংসার পরিমাণ কমতে পারে। আমরা পরিবারের বোন, মা, বৌ সঙ্গে থাকলে ব্যবহারটা অন্যরকম করি। তাই ওঁর পরামর্শ ছিল মাঠে মহিলা দর্শক বেশি করে এলে তো আদপে খেলার জনপ্রিয়তাই বাড়বে। আমাদের এই পরামর্শকে একেবারে সঠিক বলে মনে হয়েছিল। সেই কারণেই আমরা এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিই যাতে মহিলারা আরও বেশি করে মাঠে আসার জন্য আগ্রহী হন।'
প্রসঙ্গত, এই ম্যাচের আগে ডুরান্ড কাপ দিয়ে ইতিমধ্যেই নিজেদের মরশুম শুরু করেছে ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই ডুরান্ড কাপের শুভারম্ভ হয়। ঘরের মাঠ যুবভারতীতে শুরুটা কিন্তু একেবারে ফাইভ স্টার করল লাল হলুদ। প্রতিপক্ষকে পাঁচ পাঁচটি গোলে হারাল ইস্টবেঙ্গল। দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল পেলেন বিপিন সিংহ। জন্মদিনে বল প্রতিপক্ষের জালে জড়ালেন সল ক্রেসপোও। কলকাতার বড় দল প্রত্যাশামতোই দুরন্তভাবে শুরু করল। সত্যি বলতে ম্যাচে ইস্টবেঙ্গলের গোলের সংখ্যা কিন্তু আরও বাড়তেই পারত। তবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন তাঁরা।






















