East Bengal VS Mohun Bagan: ম্যাকলারেনের গোলে এগিয়ে গেল মোহনবাগান, দ্বিতীয়ার্ধে নাটকীয় প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের?
ISL Derby: বিরতিতে মোহনবাগান এগিয়ে গেল ১-০ গোলে। জেমি ম্যাকলারেনের গোলে প্রবল চাপে লাল-হলুদ শিবির। ম্যাচে মান বাঁচাতে ঘুরে দাঁড়াতে হবে ইস্টবেঙ্গলকে।
কলকাতা: ম্যাচের আগে যদি দুই শিবিরের ছবি ধরা হয়, তাহলে খাতায় কলমে গড়পড়তা ফুটবলপ্রেমীরা এগিয়ে রাখতেন মোহনবাগান সুপার জায়ান্টকেই। ধারে ও ভারে শুধু নয়, ছন্দে অনেক এগিয়ে সবুজ-মেরুন শিবির। আইএসএলে আগের ম্যাচেই যারা ময়দানের আর এক প্রধান মহমেডান স্পোর্টিংকে ৩ গোলে হারিয়ে এসেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল (East Bengal VS Mohun Bagan SG) টানা ৪ ম্যাচে হেরেছে। বিপর্যয়ের দায় নিয়ে মরশুমের মাঝপথে দায়িত্ব ছেড়েছেন দলের কোচ কার্লেস কুয়াদ্রাত।
কিন্তু ডার্বি মানেই অঙ্ক এক জায়গায়। আবেগ আর এক জায়গায়। আর আবেগ দিয়ে অনেক অঙ্ক ওলট পালট করে দেওয়ার ইতিহাস ডার্বির সম্পদ।
যদিও শনিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের ডার্বির প্রথমার্ধে কোনও নাটক দেখা গেল না। ফল প্রত্যাশা মতোই। বিরতিতে মোহনবাগান এগিয়ে গেল ১-০ গোলে। জেমি ম্যাকলারেনের গোলে প্রবল চাপে লাল-হলুদ শিবির। ম্যাচে মান বাঁচাতে ঘুরে দাঁড়াতে হবে ইস্টবেঙ্গলকে।
HE IS HIM! 🏎️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 19, 2024
Watch #ISL 2024-25 live on @JioCinema & @Sports18-3 👉 https://t.co/PWX4eiDskE#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/iyoPhEF6vb
ম্যাচের কিক অফের পর থেকেই চাপ তৈরি করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৩ মিনিটের মাথায় আশিস রাই বল বাড়িয়েছিলেন মনবীর সিংহের উদ্দেশে। হেক্টর ইউস্তে বল বিপন্মুক্ত করেন। ১৯ মিনিটে মনবীরের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপরই মাদি তালালের নেতৃত্বে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে ইস্টবেঙ্গল।
2nd half still to come! 😮💨
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 19, 2024
Watch #ISL 2024-25 live on @JioCinema & @Sports18-3 👉 https://t.co/PWX4eiDskE#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/96XiwvqpXY
তবে ম্যাচের ৪১ মিনিটে লাল-হলুদ শিবিরে প্রথম ধাক্কাটা দেন অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন। ডান দিক থেকে আক্রমণে উঠে ৬ গজের বক্সে ক্রস বাড়ান মনবীর। ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের ব্যর্থতায় বল পেয়ে প্রথম পোস্ট দিয়েই গোল করে যান সুযোগসন্ধানী অস্ট্রেলীয় ফুটবলার।
আরও পড়ুন: বাঙালির ঐতিহ্যের ম্যাচে বাঙালি কম পড়িয়াছে! ডার্বিতে অভিনব দাবি উঠল গ্যালারিতে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।