Euro Cup 2024: স্বপ্নভঙ্গ মদ্রিচের, ইতালির বিরুদ্ধে আটকেই কি কেরিয়ার শেষ করলেন তারকা মিডিও?
Croatia vs Italy: শেষ ষোলোয় যাওয়ার রাস্তা প্রায় বন্ধই বলা চলে ক্রোয়েটদের জন্য। বড় কোনও মিরাক্যাল না হলে গতকাল লাইপজিগেই হয়ত দেশের জার্সিতে নিজের শেষ ম্য়াচ খেলে ফেললেন লুকা মদ্রিচ।
লাইপজিগ: ম্য়াচের পর সবচেয়ে বেশি হতাশ লাগছিল তাঁকেই। কারণ তিনি নিজেও জানতেন যে খেলার যা ফল হয়েছে, তার কারণ তিনি নিজেই। ইউরাে কাপের ক্রোয়েশিয়ার (Croatia) সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোল করেছেন। কিন্তু ইতালি ম্যাচেই গতকাল পেনাল্টি মিস করেছিলেন। যার ফলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর তার ফলে ইউরো কাপের (Euro Cup 2024) শেষ ষোলোয় যাওয়ার রাস্তা প্রায় বন্ধই বলা চলে ক্রোয়েটদের জন্য। বড় কোনও মিরাক্যাল না হলে গতকাল লাইপজিগেই হয়ত দেশের জার্সিতে নিজের শেষ ম্য়াচ খেলে ফেললেন লুকা মদ্রিচ।
এই ইতালিই স্পেনের বিরুদ্ধে এতটাই বাজে খেলেছিল যে তাদের পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছিল। অনেকেই বলেছিলেন যে বেশ ছন্নছাড়া ফুটবল খেলছে আজুরিরা। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যদিও আগের ম্য়াচের থেকে অনেক ভাল পারফরম্য়ান্স ছিল তাদের। গোলমুখ যদিও খুলতে পারেনি তারা শুরুতে। উল্টো সহজ পেনাল্টি মিস করেন লুকা মদ্রিচ প্রথমার্ধে। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই ইতালি একটু বেশি আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করে। কিন্তু ভুল পাসের জন্য ক্রোয়েশিয়ার ফুটবলারদের কাছে বারবার সুযোগ চলে আসছিল। ঠিক যেমন এরই মধ্যে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন ইতালির ডিফেন্ডার। ক্রোয়েশিয়ার আন্দ্রেই ক্রামারিচের ক্রস বক্সের মধ্যে ডেভিড ফ্রাত্তেসির হাতে লেগে যায়। কিন্তু পেনাল্টি থেকে গোল মিস করেন ৩৮ পেরনো লুকা। যদিও পরমুহূর্তেই সুযোগ পেয়ে গোল করে দেন মদ্রিচ। তখন মনে হচ্ছিল যে ক্রোয়েশিয়াই হয়ত শেষ ষোলোয় জায়গা পাকা করে নিতে চলেছে। কিন্তু সুপার সাব হয়ে এসে ম্য়াচের রং বদলে দিলেন মাত্তিয়া জাকাগনি। ৯৮ মিনিটের মাথায় গোলশোধ করে ম্য়াচ ড্র করে দেন তিনি।
অন্য ম্য়াচে স্পেন আলবানিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিল শীর্ষে থেকেই শেষ ষোলোয় জায়গা করে নিল। খেলার শুরুতে অবশ্য় স্পেনকে একটু নড়বড়ে মনে হচ্ছিল। কিন্তু যত খেলা এগলো, তিকিতাকার ছন্দও ফিরল। ১৪ মিনিটের মাথায় স্প্যানিশ আর্মাডা প্রথম গোল পেয়ে যায়। ডানি ওলমোর ক্রস থেকে বল পেয়ে নিঁখুতভাবে তা জালে জড়ান ফারান তোরেস। আলবানিয়াকে এরপর আর সেভাবে সুযোগই দেয়নি স্পেনের ডিফেন্ডাররা। বি গ্রুপ থেকে স্পেন ৩ ম্য়াচে ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে। ইতালি তিন ম্য়াচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও ক্রোয়েশিয়া ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।