England vs Netherlands: ইউরো কাপের সেমিফাইনালে আজ ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ধুন্ধুমার, কোথায়-কখন দেখবেন ম্যাচ?
Euro Cup 2024: ইংল্যান্ড ও নেদারল্যান্ডস - দুই দলের মুখোমুখি সাক্ষাতের রেকর্ড কী? এখনও পর্যন্ত দুই দেশ ২২ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে রেকর্ড কিন্তু ডাচদের দিকে।
ডর্টমুন্ড: ইউরো কাপের (Euro Cup 2024) ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন (Spain Football Team)। ট্রফি জয়ের যুদ্ধে আলভারো মোরাতা-লামিন ইয়ামালদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে যাবে বুধবার গভীর রাতে (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার)। ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি নেদারল্যান্ডস (ENG vs NED)। যে দল জিতবে, ১৫ জুলাই স্পেনের মুখোমুখি হবে ফাইনালে।
ডর্টমুন্ডে বিভিবি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড যদি ডাচদের হারায়, তাহলে পরপর দুটি ইউরো কাপের ফাইনালে খেলবেন ইংরেজরা। গত ইউরো কাপের ফাইনালে উঠেও লক্ষ্যপূরণ করতে পারেনি গ্যারেথ সাউথগেটের প্রশিক্ষণাধীন দল। ইতালির কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হ্যারি কেনদের। এবার সেই আক্ষেপ দূর করতে মরিয়া থাকবেন ইংরেজ ফুটবলাররা, বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: গোল করে নতুন রেকর্ড মেসির, কানাডাকে ২-০ উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।