Sourav Ganguly: ইউরো কাপে পর্তুগালকেই সমর্থন করছেন সৌরভ, কারণ কী জানেন?
Euro Cup 2024: কোন দলকে সমর্থন করছেন তিনি জানেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইউরো কাপে পর্তুগাল দলকে সমর্থন করছেন।
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) চলছে। একইসঙ্গে চলছে ইউরো কাপের (Euro Cup 2024) আসরও। ক্রিকেট-ফুটবলের ডুয়েল ধামাকা। ক্রীড়াপ্রেমীদের জন্য এর থেকে ভাল সুখবর আর কি হতে পারে। টিভিতে ভারতের খেলা দেখার সঙ্গে ইউরো কাপেও চোখ রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু কোন দলকে সমর্থন করছেন তিনি জানেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইউরো কাপে পর্তুগাল দলকে সমর্থন করছেন। তবে তার একটা বিশেষ কারণও আছে। উল্লেখ্য, পর্তুগাল ইউরো কাপের শেষ ষোলোয় খেলতে নামবে স্লোভেনিয়ার বিরুদ্ধে।
এক সাক্ষাৎকারে সৌরভ জানান যে চলতি ইউরো কাপে তিনি ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল ও ফ্রান্সের খেলা দেখছেন। তিনি বলছেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খেলা দেখা ছাড়া ইউরো কাপে অবশ্যই নজর রাখছি। আমি ইংল্যান্ডকে সমর্থন করি। আমি জার্মানির খেলাতে চোখ রাখি। আমি ফ্রান্সের খেলাতেও চোখ রাখছি। জার্মানি ভীষণ শক্তিশালী দল। তবে পর্তুগাল দলকে আমি সমর্থন করি একটাই কারণে, তা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপস্থিতি। ওর জন্যই আমি পর্তুগাল দলকে সমর্থন করি।''
পর্তুগাল গ্রুপ পর্বে শীর্ষে থেকে নক আউটে জায়গা করে নিয়েছে। কিন্তু গ্রুপে নিজেদের শেষ ম্য়াচে দুর্বল জর্জিয়ার বিরুদ্ধে ২-০ গোলে হারতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এমনকী এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত রোনাল্ডোকে নিজের ছন্দে দেখতে পাওয়া যায়নি। তিনি গোলও করতে পারেননি এখনও পর্যন্ত একটিও।
অন্যদিকে, ইউরোর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে সৌরভ প্রোটিয়া শিবিরকে সতর্ক করে দিয়ে বলছেন, ''ভুলেও এই ভারতের বিরুদ্ধে পরে ব্যাট কোরো না। দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করে দিচ্ছি। ভারতের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে পরে ব্যাট করলে পস্তাতে হবে''। প্রাক্তন বিসিসিআই সভাপতি আরও বলছেন, ''দক্ষিণ আফ্রিকার কাছে এটা বিরাট এক মুহূর্ত। ভেবে দেখুন এমন একটা দল যারা ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসন কাটিয়ে ফিরেছে, ৩২ বছর লাগল কোনও বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে। তাই কালকের ম্যাচ দুই দলের কাছেই বড় মুহূর্ত।''
আগামীকাল বার্বাডােজে ভারত ও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে। ভারত সেমিফাইনালে ইংল্য়ান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল সেমির লড়াইয়ে।
আরও পড়ুন: গোটা বিশ্বকাপে ব্যর্থ, ফাইনালে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, কাকে নিয়ে বললেন সৌরভ?