FA Cup 2025: FA কাপ ফাইনালে ম্য়ান সিটিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল ক্রিস্টাল প্য়ালেস
Crystal Palace Champion: ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের সামনে এদিন কঠিন চ্যালেঞ্জ ছিল ফাইনালে। প্রথমার্ধের একদম শেষের দিকে ম্য়ান সিটির ওমার মারমুশের পেনাল্টি আটকে দিয়েছিলেন।

ওয়েম্বলি: ১৯৮৯-৯০ সালে অল্পের জন্য হয়নি। ২০১৫-১৬ মরশুমে অল্পের জন্য হয়নি। দুবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। শেষ পর্যন্ত অধরা মাধুরী হাতের মুঠোয় ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace)। ম্য়াঞ্চেস্টার সিটিকে (Manchester City) ১-০ গোলে হারিয়ে প্রথমবারের জন্য FA Cup চ্যাম্পিয়ন হল তারা। ইংল্য়ান্ডের ফুটবল ইতিহাসে এই প্রথমবার কোনও বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল তারা। গোটা ম্য়াচে একটিই গোল হয়। আর তা আসে ক্রিস্টাল প্যালেসের ফুটবলার এবেরচি এ়জের পা থেকে। ১৬ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন তিনি। এছাড়া পুরো খেলায় তেকাঠির নীচে দুর্দান্ত সব সেভ দিয়ে গেলেন প্যালেসের গোলরক্ষক। এই টুর্নামেন্টের ইতিহাসে ক্রিস্টাল প্যালেস এখন ৪৫ তম দল যাঁরা খেতাব ঘরে তুলল।
View this post on Instagram






















