(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Football Team: ভারতের সিনিয়র ফুটবল দলের কোচের দায়িত্বে কে, ঘোষণা করে দিল AIFF
Manolo Marquez: ইগর স্তিমাচকে ছাঁটাই করার পর ভারতীয় ফুটবল দলের দায়িত্ব কার হাতে যাবে, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে শনিবার বহুপ্রতীক্ষিত সেই ঘোষণা করা হল।
নয়াদিল্লি: ইগর স্তিমাচকে (Igor Stimac) ছাঁটাই করার পর ভারতীয় ফুটবল দলের দায়িত্ব কার হাতে যাবে, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে শনিবার বহুপ্রতীক্ষিত সেই ঘোষণা করা হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়ে দিল ভারতের নতুন কোচের নাম।
শনিবার নয়াদিল্লির ফুটবল হাউসে ছিল ফেডারেশনের এগজিকিউটিভ কমিটির বৈঠক। যে বৈঠকের সভাপতিত্ব করেন সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান কল্যাণ চৌবে (Kalyan Choubey)।
সেই বৈঠকে ঠিক হয় যে, ভারতের সিনিয়র ফুটবল দলের কোচ হবেন মানোলো মার্কেজ় (Manolo Marquez)। তবে এফসি গোয়া দলের কোচ মার্কেজ়। সর্বভারতীয় ফুটবল সংস্থা থেকে জানানো হয়েছে, আপাতত তিনি সেই দায়িত্ব পালন করবেন। এই মরশুমে এফসি গোয়ার পাশাপাশি তিনি সামলাবেন জাতীয় দলের দায়িত্ব। পরের মরশুম থেকে তিনি শুধুমাত্র ভারতের জাতীয় ফুটবল দলকেই কোচিং করাবেন।
𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞, 𝐂𝐨𝐚𝐜𝐡 𝐌𝐚𝐫𝐪𝐮𝐞𝐳! 🇮🇳⚽️
— Indian Football Team (@IndianFootball) July 20, 2024
Manolo Marquez is excited to take the helm of the Indian team, promising dedication and success. 🏆
Grateful to AIFF for this honor! 🙌 pic.twitter.com/JyT1AYoLEg
ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত মানোলো। তিনি বলেছেন, 'ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে পেরে আমি সম্মানিত। এমন একটা দেশের ফুটবল দলের দায়িত্ব নিলাম যে দেশকে আমি নিজের দ্বিতীয় বাড়ি হিসাবে মনে করি। আমাদের কোটি কোটি সমর্থকদের মুখে হাসি ফোটাতে যা করার দরকার সব করব। সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে আমি কৃতজ্ঞ। ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য পরিকল্পনামাফিক এগোতে হবে।' মার্কেজ়কে স্বাগত জানিয়েছেন এআইএফএফ প্রধান কল্যাণও। জানিয়েছেন, ভারতীয় ফুটবলকে সঠিক দিশা দেখাতে পারবেন মার্কেজ়।
Manolo Marquez appointed head coach of Senior Men’s National Team!
— Indian Football Team (@IndianFootball) July 20, 2024
Read full details here 👉🏻 https://t.co/iUUMAwB8vk#IndianFootball ⚽️ pic.twitter.com/Ni9beyul8B
আরও পড়ুন: স্নেহাশিসের বিয়েতে হয়তো থাকছেন না সৌরভ-ডোনা, কোথায় হচ্ছে অনুষ্ঠান?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।