Croatia vs Canada: হাড্ডাহাড্ডি ম্যাচে পিছিয়ে পড়েও কানাডাকে হারাল ক্রোয়েশিয়া
FIFA World Cup 2022: কানাডার হয়ে বিশ্বকাপের ইতিহাসে আলফন্সো ডেভিস প্রথম গোল করেন। তিনি ম্যাচের দ্বিতীয় মিনিটেই ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন।
দোহা: কানাডার বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি ম্যাচে দুরন্ত লড়াই করে চলতি বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম জয় ছিনিয়ে নিল ক্রোয়েশিয়া (Croatia vs Canada)। ৪-১ ব্যবধানে কানাডাকে পরাজিত করলেন লুকা মদ্রিচরা। শুরুতেই আলফন্সো ডেভিসের (Alphonso Davies) গোলে পিছিয়ে পড়লেও আন্দ্রে ক্রামারিচের (Andrej Kramaric) জোড়া গোলে জয় পেল গত বারের বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।
ডেভিসের দ্রুততম গোল
কানাডার হয়ে বিশ্বকাপের ইতিহাসে আলফন্সো ডেভিস প্রথম গোল করেন। তিনি ম্যাচের দ্বিতীয় মিনিটেই ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। দুরন্ত গতিতে ভর করে ক্রোয়েশিয়া পেনাল্টি বক্সে প্রবেশ করেন ডেভিস। তারপর তাজোন বুখাননের ঠিকানা লেখা এক পাস থেকে দুরন্ত হেডারে বল জালে জড়িয়ে দেন ডেভিস। ম্যাচের বয়স তখন মাত্র ৬৭ সেকেন্ড। এটিই এবারের বিশ্বকাপের এখনও পর্যন্ত দ্রুততম গোল। ম্যাচের প্রথম দিকটা কানাডার আক্রমণের গতি সামলাতে গিয়ে বিরাট সমস্যায় পড়ে ক্রোয়েশিয়ার রক্ষণ। তবে সময় যত গড়ায়, ততই ম্যাচে ক্রোয়েশিয়ার মিডফিল্ডা জাদুগর লুকা মদ্রিচ, ব্রোজোভিচরা ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন। কানাডা রক্ষণকে চাপে ফেলতে শুরু করেন ক্রোটরা।
অনবদ্য ক্রামারিচ
ম্যাচের ২৬ মিনিটে ক্রামারিচ ক্রোয়েশিয়ার হয়ে বল কানাডার জালেও জড়িয়ে দেন। তবে গোলের প্রস্তুতিতে মার্কো লিভায়া অফসাইড থাকায় সেই গোলটি বাতিল হয়। হু হু করে ক্রোয়েশিয়ার আক্রমণ এবার কানাডার নাজেহাল হওয়ার পালা ছিল। ক্রামারিচ বারংবার ডেভিসদের চাপে ফেলছিলেন। শেষমেশ ৩৬ মিনিটে ইভান পেরিসিচের পাস থেকে তিনিই ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। লিভায়ার জন্য প্রথম গোলটি বাতিল হলেও প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের আগের মিনিটেই তিনিই গোল করে ক্রোয়েশিয়াকে ম্যাচে এগিয়ে দেন। প্রথমার্ধ ক্রোয়েশিয়ার পক্ষে ২-১ শেষ হয়।
ক্রোয়েশিয়ার দাপট
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কানাডার ওসারিওর শট অল্পের জন্য তেকাঠির বাইরে দিয়ে চলে যায়। তবে ততক্ষণে ক্রোয়েশিয়া কার্যত পুরো ম্যাচের দখল নিয়ে নিয়েছে। নিজেদের দুর্দান্ত খেলার লাভও পায় ক্রোয়েশিয়া। ম্যাচে দ্বিতীয়বার ৭০ মিনিটের মাথায় ক্রামারিচের দ্বিতীয় গোলের পাস বাড়ান সেই পেরিসিচই। ৩-১ এগিয়ে গিয়েও কানাডা কার্যত ম্য়াচে ফেরার কোনও সুযোগই দেয়নি ক্রোয়েশিয়া। অনবদ্য দক্ষতার সঙ্গে মদ্রিচরা বলই পা ছাড়া করছিলেন না। শেষের দিকে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন ফুটবলার মেজাজও হারান, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি।
ম্যাচ শেষ হওয়ার আগে পরিবর্ত হিসাবে মাঠে নামা লোভ্রো মায়ের অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে চতুর্থ তথা ম্য়াচের শেষ গোলটি করেন। ৪-১ জেতে ক্রোটরা। এই নিয়ে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে গেল কানাডা।
আরও পড়ুন: বিশ্বকাপে ফের অঘটন, শক্তিশালী বেলজিয়ামকে চূর্ণ করল মরক্কো