FIFA WC 2022 Qatar: নষ্ট একাধিক সুযোগ, গোলশূন্য তিউনিশিয়া-ডেনমার্ক ম্য়াচ
Qatar World Cup 2022: এরপর কিছুটা আক্রমণ বাড়িয়ে দেয় ডেনমার্ক। প্রথমার্ধে ৫টি কর্নার আদায় করে নিলেও তা থেকে কোনও গোল করতে পারেনি ডেনমার্ক।
দোহা: কাতার বিশ্বকাপের প্রথম গোলশূন্য ম্যাচ ড্র। ডেনমার্ক বনাম তিউনেশিয়া ম্যাচের কোনও ফলাফল হল না। গোটা ম্যাচেই ২ দল একাধিক সুযোগ পেলেও তা নষ্ট করে তারা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল ২ দল। কিন্তু প্রথম বার গোলের মুখ দেখে ফেলেছিল তিউনেশিয়া। খেলার ২০ মিনিটের মাথায় ডেনমার্কের জালে বল জড়ালেও সেই গোল বাতিল হয়ে যায় তিউনেশিয়ার।
এরপর কিছুটা আক্রমণ বাড়িয়ে দেয় ডেনমার্ক। প্রথমার্ধে ৫টি কর্নার আদায় করে নিলেও তা থেকে কোনও গোল করতে পারেনি ডেনমার্ক। প্রথমার্ধের বিরতির আগে গোলের সুযোগ পেলেও তা মিস করে তিউনেশিয়া। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় তিউনেশিয়ার জালে বল জড়ায় ডেনমার্ক। কিন্তু এখানেও অফ সাইডের জন্য বাতিল হয়ে যায় সেই গোল। খেলার একদম শেষ মুহূর্তে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল ডেনমার্ক। কিন্তু বল বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত কোনও দলই আর গোল করতে পারেনি।
আর্জেন্তিনার হার
ফুটবল পণ্ডিতরা হয়তো ভাবতেও পারেননি যে, ক্লিন্সম্যানের কথা এত তাড়াতাড়ি ফলে যাবে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্তিনা। যাদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল। সৌদি আরব আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল (Argentina vs Saudi Arabia)। অঘটনের বিশ্বকাপ যেন শুরু হয়ে গেল মঙ্গলবার, টুর্নামেন্টের তৃতীয় দিনই।
এই ম্যাচের আগে আর্জেন্তিনার সঙ্গী ছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির ইতালি। বলাবলি হচ্ছিল, ইতালির সেই রেকর্ড এবারের বিশ্বকাপেই ভেঙে দিতে পারে লা আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথম ম্যাচেই সেই সম্ভাবনা ধাক্কা খেল। বরং রেকর্ড গড়ল সৌদি আরব। ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্য়ে এই প্রথম কোনও টুর্নামেন্টের একটি ম্য়াচে ২ গোল দিল সৌদি আরব।
৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিল আর্জেন্তিনা। ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব। খেলার গতির বিরুদ্ধেই গোল খেয়ে বসে আর্জেন্তিনা। ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান আলশেহরি। তার ৫ মিনিটের মধ্যে আলদসারি ২-১ করেন। বক্সের বাঁদিক থেকে তাঁর গোলার মতো শটের কোনও হদিশ পাননি আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২ গোল হজম করে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে আর্জেন্তিনা। কিন্তু বিপক্ষের গোলমুখ আর খুলতে পারেনি।