Fifa World Cup: ম্যাচ চলাকালীনই সমকামীদের সমর্থনে পতাকা নিয়ে মাঠে ফুটবল সমর্থক
Portugal vs Uruguay: সমকামীদের সমর্থনে পতাকা নিয়ে ঢুকে পড়লেন এক সমর্থক। পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ চলাকালীন ‘রামধনু’ পতাকা নিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লেন এক সমর্থক।
![Fifa World Cup: ম্যাচ চলাকালীনই সমকামীদের সমর্থনে পতাকা নিয়ে মাঠে ফুটবল সমর্থক FIFA World Cup 2022: Fan intrudes pitch with pride flag between Portugal vs Uruguay match Fifa World Cup: ম্যাচ চলাকালীনই সমকামীদের সমর্থনে পতাকা নিয়ে মাঠে ফুটবল সমর্থক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/7b77f39d32d8f39cc56eedb643dfecfb1669692919873206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: সমকামীদের স্বাধীনতা, তাঁদের অধিকার নিয়ে এই মুহূর্তে কাতারে লড়াই চলছে। পথে নেমেছেন প্রচুর সমকামী মানুষ। আবার এই মুহূর্তে সেখানে চলছে ফুটবল বিশ্বকাপও। ইউরোপের বিভিন্ন দেশ এই ইস্যুতে সমকামীদের সমর্থনে সোচ্চার হয়েছেন। এবার মাঠেই সমকামীদের সমর্থনে পতাকা নিয়ে ঢুকে পড়লেন এক সমর্থক। পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ চলাকালীন ‘রামধনু’ পতাকা নিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লেন এক সমর্থক। তার জেরে সাময়িকভাবে থমকে যায় খেলা। পরে তাঁকে মাঠের বাইরে বের করে নিয়ে যাওয়া হয়।
গতকাল গভীর রাতে উরুগুয়ে ও পর্তুগাল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে খেলার ফাঁকেই একজনকে দেখা যায় রামধনু পতাকা নিয়ে মাঠের ভেতরে দৌড়ে চলে আসেন। যদিও মাঝমাঠের কাছে আসতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। এরপর তিনজন মিলে ধরে সেই ব্যক্তিকে মাঠের বাইরে নিয়ে যান। পতাকাটি এরপর রেফারি সাইডলাইনের বাইরে রেখে দেন। কাতার সরকার সমকামী ইস্যুতে পাশে নেই। তাই সরকারে বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের একটা অংশ ছিল এটা, এমনটাই মনে করা হচ্ছে।
সমকামীদের সমর্থনে মাঠে ঢোকা সেই ব্যক্তির হাতে রামধনু পতাকা ছিল। সঙ্গে নীল রঙের যে সুপারম্যান টি-শার্ট পরেছিলেন। যে শার্টের পেছনে ইরানের মহিলাদের সমর্থনে বার্তা লেখা ছিল। আর শার্টের সামনে ছিল ইউক্রেনকে বাঁচানোর আবেদন। শার্টের পেছনে বড় বড় অক্ষরে লেখা ছিল, ইরানের মহিলাদের প্রতি শ্রদ্ধা আর সামনে লেখা ছিল, ‘সেভ ইউক্রেন।’
শেষ ষোলোয় পর্তুগাল
কাতার বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিল পর্তুগাল। উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। দলের হয়ে জোড়া গোল করলেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম ম্য়াচে ঘানা ও গতকাল উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে পর্তুগাল।
উরুগুয়ে তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল। এই ম্যাচে জিতলেই বিশ্বকাপে নক আউট পর্বের রাস্তাটা সহজ হত তাদের। কিন্তু এবার সেই আশায় জল ঢেলে দিল ফার্নান্দো স্যান্টােসের দল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম গোলের ক্ষেত্রে ব্রুনোর শট জালে জড়িয়ে যায়। ডি বক্সে রোনাল্ডো হেড দেওয়ার জন্য লাফ দিলেও তাঁর মাথায় বল না লেগেই বল জালে জড়িয়ে যায়। খেলা শেষের ঠিক কিছুক্ষণ আগে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। সেখান থেকেও গোল করতে ভুল করেননি ব্রুনো।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)