Harry Kane: এত ফিট আগে কখনও লাগেনি, প্রতিপক্ষদের কি হুঁশিয়ারি দিলেন ইংল্যান্ডের অধিনায়ক?
FIFA World Cup 2022: সতর্ক থাকছেন হ্যারি কেন (Harry Kane)। ইংরেজ অধিনায়ক সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাঁদের চলার পথ মোটেও সুগম হবে না।
দোহা: বলা হচ্ছে, এত ভাল ইংল্যান্ড (England Football Team) দল ফুটবলের ইতিহাসে কোনওদিন দেখা যায়নি। প্রত্যেক বিভাগে দুরন্ত সব ফুটবলার। কিন্তু ট্রফি ভাগ্য খোলেনি। ২০১৮ সালের বিশ্বকাপে শেষ চার থেকে বিদায়। গত বছর ইউরো কাপে সাড়া জাগিয়ে শুরু করেও ফাইনালে স্বপ্নভঙ্গ। ইতালির কাছে হেরে শূন্য হাতে ফিরতে হয়। কাতারে শুরু হতে চলেছে আর একটি বিশ্বকাপ। যে টুর্নামেন্ট খেলতে দোহায় পৌঁছে গেল ইংল্যান্ড দল। এবার কি স্বপ্নপূরণ হবে?
সতর্ক থাকছেন হ্যারি কেন (Harry Kane)। ইংরেজ অধিনায়ক সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাঁদের চলার পথ মোটেও সুগম হবে না। ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কেন বলেছেন, 'আমাদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। তবে আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা বিশ্বকাপ জিততে পারি। ২০১৮ সাল থেকে বড় টুর্নামেন্টে আমরা ভাল খেলছি। পরবর্তী ধাপ অবশ্যই পুরো রাস্তাটা যাওয়া আর ট্রফি জেতা। আমরা জানি সেই কাজটা সহজ নয়। আমরা বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলব। আর সোমবার থেকে আমাদের কঠিন কিছু ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।'
বেশ কয়েক বছর ধরে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হ্যারি কেন। তাঁর কথায়, 'ছেলেদের নেতৃত্ব দিতে পারাটা সব সময়ই গর্বের। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করাটাই বিরাট সম্মানের। পাশাপাশি নেতৃত্ব দিতে পারাটা ভীষণ সম্মানের। ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারাটা এমন একটা অভিজ্ঞতা যেটা আমি ভীষণ ভীষণ ভালবাসি। অধিনায়ক হিসাবে আমার দ্বিতীয় বিশ্বকাপ ভীষণ গর্বের একটা মুহূর্ত। আশা করছি ছেলেদের শেষ পর্যন্ত যেতে উদ্বুদ্ধ করতে পারব।'
View this post on Instagram
রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। এবার টুর্নামেন্ট শুরুর আগে কতটা আত্মবিশ্বাসী? হ্যারি কেন বলছেন, 'আমি খুব আত্মবিশ্বাসী। ছন্দে রয়েছি। ক্লাব ফুটবলেও গোলের মধ্যে রয়েছি। আমি মানসিক দিক থেকেও দারুণ জায়গায় আছি। কোনও বড় টুর্নামেন্টের আগে আমি এত ফিট কখনও অনুভব করিনি। সাধারণত বড় টুর্নামেন্টের আগে ৪-৫ সপ্তাহ বিরতি থাকে। ছেলেরা তৈরি। আগামীকাল প্রস্তুতির জন্য মাঠে নেমে যেতে আমিও ছটফট করছি।'
আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে