FIFA World Cup 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের, কোথায়, কখন দেখবেন ম্য়াচ?
FIFA WC: বিশ্বকাপের আগে একাধিক ফুটবলারকে হারিয়েছে ফ্রান্স ফুটবল দল। চোটের জেরে দলে নেই গতবারের দুই বিশ্বচ্যাম্পিয়ন মিডফিল্ডার পল পোগবা ও এনগোলো কঁতেও।
দোহা: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) মাঠে নামছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফরাসি দল (France Football Team), প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (France vs Australia)। বিগত তিন বিশ্বকাপ ধরে চলে আসা এক 'অভিশাপ' মুছে ফেলার লক্ষ্যে উগো লরিসরা। বিগত তিন বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, স্পেন এবং জার্মানি, কেউই পরের বিশ্বকাপে প্রথম রাউন্ডের গণ্ডিও টপকাতে পারেনি। সেই ইতিহাস বদলে ফেলার লক্ষ্যে ফরাসি দল। অবশ্য বিশ্বকাপের আগে চোটের জেরে নাজেহাল লরিসরা। অনুশীলনে চোট পেয়েই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন করিম বেঞ্জেমা এবং ক্রিস্টোফার এনকুঙ্কু।
অনুপস্থিত কঁতেরা
চোটের জেরে দলে নেই গতবারের দুই বিশ্বচ্যাম্পিয়ন মিডফিল্ডার পল পোগবা ও এনগোলো কঁতেও। তা সত্ত্বেও এক মজবুত দল নিয়ে পুনরায় বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামবেন লরিসরা। বেঞ্জেমা না থাকলেও দলে আছেন আঁতোয়াঁ গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ, রাফায়েন ভারানের মতো তারকারা। বেঞ্জেমা চোট পাওয়ায় অলিভিয়ের জিহুর সামনে রয়েছে বড় রেকর্ড গড়ার হাতছানি। এই বিশ্বকাপেই থিয়রি অরিঁকে পিছনে ফেলে ফ্রান্সের সর্বকালের সর্বাধিক গোল স্কোরার হওয়ার সুযোগ রয়েছে অভিজ্ঞ স্ট্রাইকারের সামনে।
উয়েফা ইউরোতে মজবুত দল সত্ত্বেও পেনাল্টিতে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টিতে হেরে ছিটকে যেতে হয়েছিল ফ্রান্সকে। সেই হতাশা পিছনে ফেলতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবে দিদিয়ে দেশঁর দল। অপরদিকে, অ্যারন ময়, ম্যাট রায়ানদের অস্ট্রেলিয়া চাইবে প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে অঘটন ঘটাতে। অস্ট্রেলিয়া দলেও কিন্তু অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ মিলমিশ রয়েছে।
কোথায় হবে খেলা?
২৩ নভেম্বর, বুধবার ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে আল জানউব স্টেডিয়ামে।
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০-এ শুরু হবে খেলা।
কোথায় দেখা যাবে ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি দেখা যাবে।
ছিটকে গেলেন বেঞ্জেমা
বাঁ-দিকের উরুতে অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা। বেঞ্জেমা শনিবার ফরাসি দলের হয়ে প্রথমবার সম্পূর্ণ অনুশীলনে অংশগ্রহণ করছিলেন, আর সেই অনুশীলনেই লাগে চোট। ব্যথা অনুভব করায় প্রাথমিকভাবে তিনি অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। তারপরেই পরীক্ষার পর ফরাসি ফুটবল ফেডারেশনের তরফে বেঞ্জেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। এক বিবৃতিতে ফেডারেশনের তরফে বলা হয়, 'করিম বেঞ্জেমা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বাঁ-দিকের উরুতে চোট পাওয়ায় তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না। দোহার এক হাসপাতালে ওঁর এমআইএর করার পর জানা যায় ওঁর পেশি ছিঁড়ে গিয়েছে।'
আরও পড়ুন: আজ মাঠে নামছেন লিওনেল মেসি, কখন, কোথায় দেখবেন আর্জেন্তিনা বনাম সৌদি আরব ম্য়াচ?